সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও পাওনা টাকার জন্য যুবককে কুপিয়ে হত্যা

নিয়ন্ত্রন ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফজলে রাব্বী (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। গত ৯ জুন রবিবার রাত সাড়ে ১০ দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় আফিয়া সিএনজি পাম্পে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক ফজলে রাব্বী বাড়ি মজলিস এলাকার সানাউল্লাহ বেপারীর বাড়ির ভাড়াটিয়া আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় পুলিশের সোর্স শাহ আলম নামে আরো এক যুবক আহত হয়েছেন। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধ প্রবনতার আখড়া হিসেবে পরিচিত। ওই এলাকায় মাদক বিক্রি থেকে শুরু করে অহরহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হয়। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শাহ আলম নামে পুলিশ সোর্স নিহত ফজলে রাব্বীকে বাড়ি মজলিস এলাকায় আফিয়া সিএনজি পাম্পে ডেকে নিয়ে যায়। আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী অন্তু ও বরিশাইল্লা শান্তর নেতৃত্বে মিন্টুসহ ৫-৬ জনের একটি দল ফজলে রাব্বী ও পুলিশ সোর্স শাহ আলমের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বীকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত শাহ আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের মা শাহানারা বেগম জানান, পুলিশের সোর্স শাহআলম তার ছেলে ফজলে রাব্বীকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানান। পরে হাসপাতালে এসে রাব্বীর লাশ দেখতে পান তারা। তার মায়ের দাবি পরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে হত্যা করেছে। এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আহত পুলিশের সোর্স শাহআলম বলেন, নিহত রাব্বী ও সে একে অপরের বন্ধু। রাতে দুজন মিলে বাড়ি মজলিস এলাকায় গেলে অন্তু ও তার সহযোগি মিন্টুসহ আরো কয়েকজন মিলে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ফজলে রাব্বী মারা যায়।
জানা গেছে, মাদক ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে অন্তু ও রাব্বীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছে। গত কয়েক বছর ধরে রাব্বী মাদক ব্যবসায়ী অন্তুর সঙ্গে চলাফেরা করার সুবাদে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক বেচাকেনার সময় ১০ হাজার টাকা বকেয়া করে। পাওনা টাকা পরিশোধ করতে তালবাহানা করলে আফিয়া সিএনজি পাম্পে তাকে পেয়ে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহসিন বলেন, হত্যাকান্ডের পর নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক
