সীতাকুণ্ডে ২৫ বছর ধরে অবৈধভাবে ব্যবসা করছে ৬৫টি তেলের ডিপো
জেলার সীতাকুণ্ড উপজেলায় সরকারি দপ্তরের অনুমোদন ছাড়াই ২৫ বছর ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছে ৬৫ টি তেলের ডিপো। সম্প্রতি মোবাইল কোর্টের চালানো অভিযানে এর সত্যতা পেলেও কোন রকম রাজস্ব আদায় না করে শুধুমাত্র অননুমোদিত মালামাল জব্দ ও মুচলেকা নিয়েই তাদের অব্যাহতি দেয়া হয়েছে। ফলে ওই এলাকায় সরকারি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এতদিন কি দায়িত্ব পালন করেছেন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, জ্বালানি তেলের ব্যবসা করতে হলে বিস্ফোরক লাইসেন্স থাকার বাধ্যবাদকতা রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ট্রেড লাইসেন্সতো লাগবেই। কিন্তু এসব কাগজপত্র ছাড়াই ২৫ বছর ধরে ব্যবসা করছেন এসব অসাধু ব্যবসায়ীরা। একদিনের জন্যও কারো কাছে ধরা পড়েননি। এখন প্রশ্ন ওঠেছে ওই এলাকায় দায়িত্বে থাকা এসব দপ্তরের কর্মকর্তারা কেন তাদের ধরতে পারেননি? নাকি ইচ্ছে করেই ধরেননি? নাকি মাসিক কোন কোটায় চুক্তিবদ্ধ ছিল এমন একাধিক প্রশ্ন। আবার মোবাইল কোর্টের অভিযানেও কোন জরিমানা আদায় না করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ কিনা তা নিয়ে সমালোচনা আছে।
সোমবার (১০ জুন) চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেতুলতলা এলাকাসহ কয়েক জায়গায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা এনএসআই, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে কোন প্রতিষ্ঠানকে জেল-জরিমানা করা না হলেও লিখিত মুচলেকা আদায় করা হয়েছে। সেইসাথে জাহাজভাঙা শিল্পকে ঘেষে গড়ে ওঠা ফার্নেস অয়েল মিল মালিক সমিতির নেতাদের ডেকেছে সীতাকুণ্ড এসিল্যাণ্ড। লাইসেন্স করার বাধ্যবাধকতার জন্য তাদেরকে তার দপ্তরে শুনানীতে অংশ নিতে বলা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে সোনাইছড়ির গুরে মিয়া ও সেলিমের ডিপোতে জাহাজভাঙা শিল্প থেকে সংগৃহিত কালো তেল পরিশোধন করা হচ্ছে। কিন্তু তাদের বিস্ফোরক অধিদফতর, ফায়ার সার্ভিস ও ট্রেড লাইসেন্স নেই। অথচ তারা সাইলো মেশিনের সাহায্যে জাহাজের কালো তেল ছাকুনির সাহায্যে প্রক্রিয়াকরণ, মজুদ ও বাজারজাত করে আসছে।
এমনকি অভিযানেও ওই দুই কারখানার শ্রমিকদের সাইলো মেশিন ব্যবহার করে জাহাজের কালো তেল ছাকুনির সাহায্যে প্রক্রিয়াকরণ করে পদ্মা ও যমুনার লোগো ব্যবহৃত ২টি তেলের ট্যাংকারে বাজারজাতকরণের উদ্দেশ্যে লোড করতে দেখা গেছে। এসময় ২টি ডিপোতে প্রায় ১ লক্ষ ৮০ হাজার লিটার কালো তেল পাওয়া যায়। গুরে মিয়া ডিপোর মালিক সুমন কর্মকার অপরাধ স্বীকার করে আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করবেন বলে লিখিত অঙ্গীকার করেন।
অভিযানে আরও জানা গেছে, সীতাকুণ্ড উপজেলায় ৬৫টি কালো তেলের ডিপো রয়েছে। ডিপোগুলো প্রায় ২০-২৫ বছর যাবৎ জাহাজের কালো তেল মজুদ ও বাজারজাতকরণ করছে। এ অবস্থায় সবকটি ডিপোকে আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এক হিসেবে দেখা গেছে, সীতাকুণ্ড উপজেলাধীন ৬৫টি কালো তেলের ডিপো লাইসেন্স বাবদ প্রতি বছর প্রায় ১১ লক্ষ ৫ হাজার টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে। গত ২০-২৫ বছর ধরে ডিপোগুলো বর্ণিত লাইসেন্স গ্রহণ না করার সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
এছাড়াও এসব ডিপো ব্যাপকহারে পরিবেশ ও শব্দ দূষিত করছে। বৃষ্টির সময় ডিপোগুলোর কালো তেল চারদিকে ছড়িয়ে পড়ে পুকুর, খাল ও ড্রেনের সাহায্যে সমুদ্রের পানিতে মিশে পরিবেশ দূষণ ও জীব বৈচিত্র ধ্বংস করছে। এছাড়াও জাহাজের কালো তেল যথাযথ প্রকিয়াকরণ ব্যতীত বিভিন্ন কল-কারখানার, গাড়ি, ব্রিক ফিল্ড ও ইঞ্জিন চালিত নৌকায় ব্যবহারের ফলে পরিবেশ ও পানি দূষণসহ জৈববৈচিত্র হুমকীর মুখে পড়ছে। ফায়ার সেইফটি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেই এসব ডিপোতে। অধিকাংশ ডিপোই আবাসিক এলাকা ও বহুতল ভবনের পাশ্ববর্তী হওয়ায় অগ্নিকাণ্ডসহ নানারকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক