জুড়ীতে ভূমি সেবা সপ্তাহ উদযাপন
"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে শেষ হয়েছে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৪। শুক্রবার (১৪ জুন) সকালে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসে এ ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। অনুষ্ঠানে আশ্রায়ন প্রকল্পের উপকার ভোগীদের মাঝে জায়গার দলিল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি ফারুক আহমদ সহ কয়েকজন সরকারি কর্মকর্তা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় ০৮- ১৪ জুন জুড়ী উপজেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়েছে। এই সেবা সপ্তাহে জুড়ী উপজেলার শতাধিক মানুষ (১০২ জন) ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, অর্পিত লীজ নবায়নসহ বিভিন্ন ধরনের ভূমি বিষয়ক সেবা ও পরামর্শ গ্রহণ করেছেন। সেবা সপ্তাহে পুরো সপ্তাহ জুড়ে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১,৫১,২৯৩/- টাকা, সড়ক ও জনপথ বিভাগের ভূমি উন্নয়ন কর (সংস্থা) আদায় হয়েছে ৩,১৭,৭৬৪/- টাকা, রাজকি চা বাগান এর ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৬,০৭,৯৯৩/- টাকা। এছাড়াও বিভিন্ন আদায় মিলিয়ে সরকারি রাজস্ব আদায় হয়েছে ১১১৩০৫০/- টাকা।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা