সোনাগাজীতে মসজিদ কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ বড় বাড়ির দরজার জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে দুই ব্যক্তির অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে ওই মসজিদ পরিচালনা কমিটি। মঙ্গলবার সকালে ওই মসজিদে এলাকাবাসী ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী জহিরুল হক, সেক্রেটারি মো. আবু জাফর, সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক ও মেজবাহ উদ্দিন, সহ-সেক্রেটারি মহি উদ্দিন, দীন মোহাম্মদ, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
তারা অভিযোগ করেন, ধর্মপ্রাণ এলাকাবাসীর সার্বিক প্রচেষ্টায় ১৮৩০ সালে আট শতক জমিতে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। কালের বিবর্তনে মসজিদের জন্য ধর্মপ্রাণ এলাকাবাসী প্রায় ৩০ শতক জমি দান করেছেন। মসজিদের মাঠ সম্প্রসারণ ও টয়লেটের টাংকি নির্মাণ করতে সর্বসম্মতিক্রমে মসজিদের পাশের জমি খনন করা হয়েছে। তারা আরো দাবি করেন, একজন মৃত মানুষের জানাজা ও ঈদের নামাজ আদায় করতে মসজিদের মাঠ সম্প্রসারণ করা হয়েছে। খননকৃত জমির পাশে এক শতক জমির ভোগদখলকার রয়েছেন ওই গ্রামের চাঁন মিয়া ডাক্তার বাড়ির সামছুল হক। তার সাথে মসজিদের নামের আরেক খণ্ড জমি এওজ-বদলের জন্য মসজিদের পরিচালনা কমিটির সাথে মৌখিক সিদ্ধান্ত গৃহীত হয়।
তাদের আরো অভিযোগ, মসজিদ পরিচালনা কমিটি সামছুল হকর ওই জমিতে মাটি ভরাট করেও দেয়। তাকে রেজিস্ট্রি করে দেয়ার জন্য বললে বাদসাধেন তার দুই ছেলে এমদাদুল হক ও মোজাম্মেল হক। তারা এওজ-বদলের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে থাকেন। সামছুল হকের মালিকীয় জমিতে কোনো প্রকার কবর বা কবরাস্থান না হলেও জমিটি কবরাস্থান বলে অপপ্রচার চালাচ্ছেন তার দুই সন্তান। তাদের দাবি, মসজিদের জমি খননের ফলে সামছুল হকের মালিকীয় এক শতক জমির কোনো ধরনের ক্ষতিও হয়নি বা হবেও না। এরপরও সামছুল হক যদি জমিটি মসজিদ কমিটির সাথে এওজ-বদল করে নেন, তাহলে মসজিদের পাশে রক্ষিত আরেক খণ্ড জমি তিনি নিতে পারবেন। এর ফলে মসজিদের মাঠ সম্প্রসারণ, ঈদগাহ ও টয়লেটের টাংকি স্থাপনসহ সৌন্দর্য বৃদ্ধি পাবে। কিন্তু সামছুল হকের দুই ছেলের একঘেঁয়েমি সিদ্ধান্তের কারণে জমিটি এওজ-বদল না করে কমিটি ও এলাকাবাসীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
ধর্মপ্রাণ এলাকাবাসী আরো দাবি করেন, মসজিদের জমিতে মসজিদের স্বার্থে মাটি খনন করা হয়েছে, কারো ব্যক্তিগত লাভ বা প্রতিহিংসায় নয়। মসজিদ কমিটি সব সময় সামছুল হকের উপকারে শ্রদ্ধাশীল রয়েছে। মাটি খননের ফলে সামছুল হকের মালিকীয় জমির কোনো ক্ষতি হয়নি বা ক্ষতি হওয়ার আশংকা নেই বলে তারা দাবি করেন। কিন্তু সামছুল হকের ছেলে এমদাদুল হক ও মোজাম্মেল হক প্রতিহংসায় উন্মত্ত হয়ে মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। তারা শান্তিপ্রয় ধর্মপ্রাণ লোকদের বখাটে বলেও অপপ্রচার চালাচ্ছেন। তাদের এই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এমএসএম / জামান
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন
লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল
ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার
মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান
সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা
ভূঞাপুরে আধুনিক পশুপালন নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বর্ণিল উদ্বোধন
জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বেলাবোতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
কোটালীপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন