ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা

প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের টেন্ডারে দুর্নীতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৬-২০২৪ দুপুর ২:১০
প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত এলডিডিপি প্রকল্পে চলছে হরিলুট। টাকা দিলে রেসপনসিভ আর না দিলে নন রেসপনসিভ। 
 
এলডিডিপি প্রকল্পের প্যাকেজ নং-৭ এ কানাডার সাথে জয়েন্ট ভেনচারে দরপত্র দাখিলকারী প্রতিষ্ঠান মেডিমেন সর্বনিম্ন দর প্রদান করলেও কথিত ব্যাংকের কাগজের দোহাই দিয়ে তাকে নন রেসপনসিভ করে যে প্রতিষ্ঠানকে কার্যাদেশ (NOA) দেয়ার প্রক্রিয়া শেষ করেছে সে প্রতিষ্ঠানের চাহিত কোন সনদপত্রই নেই।
 
তারা মেডিমেনের কাছে ২০% ঘুস দাবী করেছিলেন কিন্তু মেডিমেন এর প্রতিনিধি তাতে রাজী না হওয়ায় তাকে নন রেসপনসিভ করা হয়েছে। মেডিমেন বিগত ০৩/৬/২০২৪ তারিখে প্রয়োজনীয় কাগজপত্র (ব্যাংকের ) সহ দরপত্রটি পুনরায় মুল্যায়ন করার জন্য দরপত্রের হোপ ডিজি বরাবর আবেদন করলেও এ পর্যন্ত ডিজি কোন ব্যবস্থা নেন নি বলে জানা যায়। আবেদনটি বিবেচনায় না নিয়ে জেনটেকের অনুকূলে কার্যাদেশ (NOA) দেয়ার প্রক্রিয়া শেষ করে সকলকে চিঠি দিয়েছেন প্রকল্প কতৃপক্ষ। যা সরাসরি দূনীতির পর্যায়ে পড়ে । বিষযটি খতিয়ে দেখার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের পদক্ষেপ কামনা করেছেন মেডিমেনের সত্ত্বাধিকারী।

এমএসএম / এমএসএম