ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নাঙ্গলকোটে প্রধান শিক্ষকের যৌন লালসার শিকার ২৫ শিক্ষার্থী


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৪৩

কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসার প্রধান শিক্ষকের যৌন লালসার শিকার ওই মাদ্রাসার বিভিন্ন শ্রেণির কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী। অভিযোগ পাওয়া গেছে, উপজেলার জোড্ডা পূর্ব ইউপির হানগড়া দারুল কোরআন আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুল মুমিনের বিরুদ্ধে।

এরই মধ্যে ওই প্রধান শিক্ষকের অপকর্ম নিয়ে কয়েকটি কল রেকর্ড সামজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মাদ্রাসার অষ্টম,নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক আব্দুল মুমিন  ক্লাস চলাকালিন সময় মেয়ে শিক্ষার্থীদের শরীরের গোপনাঙ্গসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। মাঝেমধ্যে ক্লাস থেকে ডেকে অফিসে নিয়ে নোংরা ও অসামাজিক কথাবার্তা বলতেন ও যৌন উসকানি দিতেন।

এছাড়াও মেয়ে শিক্ষার্থীরা বাথরুমে গেলে তিনিও পিছন পিছন যেতেন। শিক্ষক আব্দুল মুমিন নিজের এসব অপকর্ম ধামাচাপা দিতে শিক্ষার্থীদেরকে পরিক্ষায় জিপিএ-৫ পাইয়ে দিবেন বলে অস্বাস দিতেন এবং যৌনচারের বিষয়টি বাড়িতে অথবা কাউকে জানালে পরিক্ষা ফেল করানোর হবে বলে হুমকিও দিতেন।

এদিকে দিন যতই যাচ্ছে শিক্ষক আব্দুল মুমিনের যৌন লালসা ততই বৃদ্ধি পাচ্ছে। একে একে অনেক শিক্ষার্থীর সাথে প্রকাশ্যে নোংরা কার্যকালাপ কেউ মেনে নিতে পারছেনা। নিয়মকানুনের তোয়াক্কা না করে নিজের যৌন লালসা মেটানোর জন্য রাতে ছাত্রীদেরকে মাদ্রাসায় কোচিং করাতেন। এবং তার উদ্দেশ্যে হাসিল করতেন।

ভয়ে শিক্ষার্থীরা প্রথমদিকে কাউকে না জানালেও শিক্ষক নামের লম্পটের কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে ৪ জুন বিষয়টি অন্য শিক্ষকদের জানান তারা। পরে কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কোন শিক্ষার্থী তার বিরুদ্ধে এসব কথা বলেছে প্রমাণ করার জন্য। সঙ্গে সঙ্গে একাধিক শিক্ষার্থী প্রধান শিক্ষকের সামনে হাজির হয়ে তার যৌন লালসার কথা প্রকাশ করে তার মুখোশ উম্মোচন করেন।

এছাড়াও গত ২১ ফেব্রুয়ারিতে ৫ জন মেয়ে শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ীর একটি পার্কে গুরতে যান প্রধান শিক্ষক। দিনভর গুরাগুরি করে মধ্যরাতে ছাত্রীদের নিয়ে বাসায় ফেরেন তিনি।

প্রধান শিক্ষক আব্দুল মুমিনের গোমটার আড়ালে থাকা নোংরামির বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার জড় উঠে। ক্ষোভ তৈরী হয় অভিভাবকদের মাঝে। অভিভাবকরা বলেন, বাবা মায়ের পর শিক্ষকের কাছে শিক্ষার্থীরা নিরাপদ। কিন্ত শিক্ষক নামের লম্পট যা করছে তার কঠিন শাস্তি হওয়া দরকার।

১০ জুন ঝাড়– মিছিল করার কর্মসূচি দেন ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত শিক্ষক হস্তক্ষেপ করে কর্মসূচি বন্ধ করে দেন। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা অভিভাবক ও শিক্ষার্থীদেরকে বলেন, বিষয়টি জানাজানি হলে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন হবে। প্রয়োজনে প্রধান শিক্ষক আব্দুল মুমিনকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে।

জানা যায়, ২০১০ সাল থেকে ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন আব্দুল মুমিন। ১৪ বছরে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হয়েছে স্থানীয়দের কাছে। মাদ্রাসা কমিটির সভাপতি ওয়াহিদুল্লাহকে বারবার ফোন করেও পাওয়া যায়নি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ওই মাদ্রাসার আরবী বিভাগের শিক্ষক মাওলানা লোকমান হোসেন বলেন, চলতি মাসের ৪ জুন তার কাছে ও অন্য শিক্ষকদের কাছে বিভিন্ন শ্রেণির মেয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক আব্দুল মুমিন শিক্ষার্থীদের গোপন অঙ্গসহ স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতো। এছাড়াও অনেক অভিভাবকও তার কাছে এমন অভিযোগ করেছেন। ঘটনাটি পুরো এলাকার মানুষ জানেন। 

মাদ্রাসার সাধারণ সম্পাদক সাংবাদিকদরেকে তথ্য দেওয়ায় রোববার মধ্যরাতে তার বাড়িতে হামলার করে অভিযুক্ত শিক্ষকের দলবল। হামলায় বাড়িঘর ভাংচুর ও একজনকে আহত করা হয়। অভিযুক্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মুমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে।নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন বলেন,  অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, এব্যপারে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ