সত্তর বয়সেও চাল ভাজা বিক্রি করে সংসার চালান বিধবা নুরিয়া
৩৬ বছর ধরে হাতে সওয়ার হয়েছে চানাচুর ও চাল ভাজার ভার। বয়স পেরিয়েছে প্রায় ৭০, এখন আর হাটতে চান না তিনি। কিন্তু হাত থেকে সেই ভার নামাতেও পারছেন না। কারণ হাতে করে বিক্রি করা চানাচুর ও চাল ভাজার বিক্রির কারণে দুমুঠো খাবার জোটে বৃদ্ধা নুরিয়া খালার। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী এলাকায়। স্বামী ও ছেলে মারা যাওয়ার পর দুই মেয়েকে চানাচুর আর চাল ভাজা বিক্রি করে ভাইদের সহযোগিতায় বিয়ে দিয়েছেন। এখন সংসারের জোয়াল হাতে ক্লান্ত বৃদ্ধা নুরিয়া।
উপজেলা সদরসহ আশেপাশে বিভিন্ন হাটে বাজারে হাতে চানাচুর, বুট ও চাল ভাজা ফেরি করে বিক্রি করেন। তার কাছ থেকে চাল ভাজা, চানাচুর কিনে খাচ্ছেন উপজেলার সর্বস্থরের মানুষ।
জীবনযুদ্ধে বৃদ্ধা নুরিয়া খালা বলেন, আমি খুব অভাবি। আবাদি জমি-জমা নেই। যা ছিলো তার স্বামীকে চিকিৎসা করতে শেষ হয়ে গেলেও তাকে বাঁচানো আর সম্ভব হয়নি। ঠিক ১৯৮৮ সাল থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী ফেরি করে বিক্রি করে সংসার চালাচ্ছেন। স্বামী আর ছেলে সন্তান মারা যাওয়ার পরে অবশেষে দুই মেয়েকে নিয়ে সংসারে ব্যস্ত নুরিয়া খালা। মেয়ে দুইটাকে বিয়ে দিয়ে এখন তিনি এক মেয়ের জামাই বাড়িতে থেকেই এসব খাদ্য সামগ্রী বিক্রি করে চালাচ্ছেন সংসার।
তার এমন চিত্র দেখে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী মামুন বিশ্বাস সহযোগীতাও করেন বৃদ্ধা খালাকে। তার সহযোগিতা দিয়েই ছাগল, হাস মুরগী পালন করছেন তিনি। মাত্র ৯’শত টাকা পঁজি নিয়ে এসব খাদ্য সামগ্রী বিক্রি করে প্রতিদিন ৩’শ থেকে সাড়ে তিনশত টাকা ইনকাম হয় বলে জানান। যা আয় হয় তা দিয়ে ছাগল,হাস মুরগী পালনসহ জীবন চালাচ্ছেন বৃদ্ধা খালা নুরিয়া। তিনি আরো বলেন, এই বয়সে শরীরটা চায় বিশ্রাম। কিন্তু বিশ্রাম করলেও তো ক্ষিদেটা যায় না। পেটের তাড়নায় হাতে চানাচুর ও চাল ভাজা নিয়ে গ্রামে-গঞ্জে ফেরি করে বিক্রি করেন।
তিনি আরো বলেন, ৭০ বছর বয়সের কোনো মা জীবন-জীবিকার তাগিদে ভার হাতে নিয়ে চানাচুর ও চালভাজা বিক্রি করছেন কি না জানি না। আমি করছি প্রায় ৩৬ বছর ধরে এ কাজ। ছেলে-মেয়ে মানুষ করতে গিয়ে জমাতে পারিনি এক টাকাও। অনেক সময় ধার-দেনা করেও চলতে হয়। এ বয়সে হাতে করে চানাচুর, চালভাজা, বুট বিক্রি করার শক্তি নেই। পুরো শরীরে ব্যথা। দু-মুঠো খাবারের জন্য এসব করতে হচ্ছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সাঈদী হাসান সাগর বলেন, সরকার ও মানিবক সংগঠন গুলোর কাছে তার এই ৯’শত টাকার পুঁজি বাড়িয়ে সহযোগিতা করে ভিক্ষা নয় ব্যবসার মাধ্যমে হালাল ভাবে ইনকাম করে বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য আহবান জানান তিনি।
রায়গঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার ইলিয়াস হোসেন বলেন, তিনি যদি বিধবা অথবা বয়স্ক ভাতা পেয়ে না থাকেন তাহলে আমরা তকে এ ভাতার আওতায় নিয়ে আসব। তিনি বা তার পরিবার সহযোগিতার আবেদন করলে তাকে সহযোগিতার জন্য গুরুত্বসহকারে বিষয়টি দেখব।
এমএসএম / এমএসএম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ
আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ
বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি
পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম