নিয়ম বহিঃর্ভুতভাবে বিল্ডিং নির্মান ভুগান্তিতে জনগন

সাভারের ভাগলপুরের তারাপুর মসজিদের সামনে সিরামিকস রোড়ে চলছে বিল্ডিং নির্মানের কাজ কিন্ত সুব্যবস্হার অভাবে রোডের বেহাল দশা ভুগান্তিতে জনগন। ঘটনাটি ঘটছে নিপুন শাহরিয়ার টাওয়ারের নির্মানে।
অনিয়ম এখন নিয়মে পরিণত হচ্ছে। সাভার পৌর ৬ নং ওয়ার্ড বিভিন্ন অলিগলিতে চলছে ভবন নির্মাণের কাজ। আর নির্মাণে যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে পৌর মানুষদের চলাচল ব্যহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন সাভারবাসী। সাভার পৌর ৬ নং ওয়ার্ডের প্রধান সড়কে ধীরগতিতে চলছে উন্নয়ন কাজ। ফলে বেশিরভাগ মানুষের চলাচল বিভিন্ন অলিগলি হয়ে। আর অলিগলির প্রায় রাস্তাই এখন নির্মাণ সামগ্রীর দখলে। দিনবদলের সঙ্গে সঙ্গে আবাসন ব্যবস্থাও উন্নত হচ্ছে। বেড়ে যাচ্ছে মানুষের কর্মব্যস্ততা।
যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যানজট-দুর্ঘটনাসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই যত্রতত্র ইট-পাথর-বালু ফেলে রাখছেন ভবন মালিকরা। পৌর আইন অনুযায়ী রাস্তায় ইট, বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা বেআইনি। কিন্তু তারপরও এ বিধান কেউ মানছেন না। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও সাভার পৌরসভার পক্ষ থেকে কোনো জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, সাভার পৌর ৬ নং ওয়ার্ড ভাগলপুর জামে মসজিদ সংলগ্ন রাস্তায় নিপুন শাহরিয়ার টাওয়ারের বহুতল ভবন নির্মাণের কাজে ইট, বালু ও পাথর রাস্তার ওপর মজুত করে রেখেছে। ফলে ওই রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ওইসব নির্মাণ সামগ্রীর কারণে পথচারীদের নিরাপদ চলাচলের ফুটপাতটিও ব্যবহার করা যাচ্ছে না। নির্মাণাধীন ভবনের মালিক ও বিভিন্ন ডেভেলপার কোম্পানির লোকজন রাস্তা বন্ধ করে নির্মাণ সামগ্রী মজুত করে রেখেছে। স্থানীয়রা বলছেন, সাভারে বিভিন্ন এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে নির্মাণ সামগ্রী রেখে ভবন নির্মাণ করা হচ্ছে।
এতে করে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। শুধু তাই নয়, মাঝে-মধ্যে এ কারণে ফাঁকা রাস্তায় প্রায়ই যানজট লেগেই থাকে। এরপরও নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। আগে কম থাকলেও বর্তমান সময়ে পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তায় রাস্তায় নির্মাণ সামগ্রী বেশি রাখা হচ্ছে। ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটছে বলে অনেকেই অভিযোগ করেছেন। সাভার পৌর বাসিন্দা অনেকেই অভিযোগ করে বলেন, বিভিন্ন কাজে এলাকায় বিভিন্ন জায়গায় যেতে হয়। ইদানীং বিভিন্ন রাস্তায় ভবন নির্মাণ সামগ্রী রেখে রাস্তা ছোট করে ফেলেছে। আর এই সকল সামগ্রী রাখার কারণে রাস্তার বেশিরভাগ অংশে বালু ও পাথর ছড়িয়ে-ছিটিয়ে থাকে। এর মধ্য দিয়ে যানবাহন চালাতে অনেক ভয় লাগে। মাঝে-মধ্যেই বালু ও পাথরের কারণে অনেকেই পড়ে ব্যথা পেয়েছেন।
ব্যাটারি চালিত অটোরিক্সা চালক সিদ্দিক হোসেন বলেন, সাভার পৌর ৬ নং ওয়ার্ড ভাগলপুর জামে মসজিদ সংলগ্ন সড়ক সামনে নিপুন শাহরিয়ার টাওয়ারের বিল্ডিং নির্মাণ কাজ চলছে। বাধ্য হয়েই শহরের বিভিন্ন অলিগলি দিয়ে যাত্রী নিয়ে যাই। রাস্তায় দীর্ঘদিন ধরে ইট, বালু ও পাথর রাখার কারণে চলাচলে অনেক সমস্যা হয়। মাঝে- মধ্যে যানজটও তৈরি হয়। আর এসব রাস্তায় প্রচুর ধুলাবালি। সময়ও নষ্ট হয় অনেক।
এই বিষয়ে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুস সাত্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে আছে, আমি অফিসে যেয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্হা নেব।
এ বিষয়ে সাভার পৌরসভার মেয়র হাজী মোঃ আবদুল গনির সহিত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিপ করেননি।
একই বিষয়ে সাভারের ইউনও রাহুল চন্দের সহিত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ
