বিনা পারিশ্রমিকে মসজিদ মাদ্রাসার কাজ করছে একদল তরুণেরা
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিনা পারিশ্রমিকে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বৈদ্যতিক ওয়ারিংয়ের কাজ করে যাচ্ছেন মানবাকি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সদস্যরা। তাদের এ কাজে মসজিদ-মাদ্রাসা কমিটির লোকজন ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে। অন্যের বাসা বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের ফাঁকে মসজিদ ও মাদ্রাসায় বিনামূল্যে ইলেকট্রিক ওয়ারিং এর কাজ করেন যুবক ইমন হোসন ও তার সহযোগিরা। বয়সে তারা সবাই তরুণ। এ পর্যন্ত সিরাজগঞ্জ জেলার ৫৪ মসজিদ ও মাদ্রাসায় পারিশ্রমিক ছাড়াই এ কাজ করেছেন। ২০২১ সাল থেকে এ কাজের যাত্রা শুরু করে তরুণরা। তারা তাদের সংগঠনের নাম দিয়েছে মানবিক ফাউন্ডেশন। আর এখানে কাজ করছেন ৬ জন স্বেচ্ছাসেবী।
সর্বশেষ সোমবার (১ লা জুলাই) সিরাজগঞ্জের রায়গঞ্জের হাসিল মধ্যে পাড়া মসজিদে ওয়ারিং এর কাজ করেছে সংগঠনটির সদস্যরা। প্রথমে প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমন এ কাজের উদ্যোগ নেন। মানবিক ফাউন্ডেশনের সদস্য শাকিল খান জানান, আমরা সওয়াবের জন্যে কাজ করি। এজন্য কোনো পারিশ্রমিক নেই না। বরং নিজের পকেটের টাকা খরচ হয়। মসজিদ ও মাদ্রাসার বিনামূল্যে ইলেকট্রিক ওয়ারিং করার জন্যে আমাদের মানবিক ফাউন্ডেশন নামে সংগঠনও খোলা আছে। আরেক সদস্য ইসলাম খান বলেন, আমাদের নিজেদের কাজের ফাঁকে আমরা এ কাজটি করি। এখন পর্যন্ত আমরা ৫৪ টি মসজিদ ও মাদ্রাসার কাজ করেছি। মসজিদ ও মাদ্রাসার কাজের দায়িত্ব আমাদের সবার আছে। নিজেদের দায়িত্ববোধ থেকেই আমাদের এ উদ্যোগ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমন জানান, যতদিন বেঁচে থাকবে ততদিন জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ওয়ারিংয়ের কাজ বিনা পারিশ্রমিকে করে যাবেন। তিনি আরো জানান, আমরা তিন বছর যাবত মসজিদ ও মাদ্রাসার ইলেকট্রিক্যাল ওয়ারিং এর কাজ বিনামূল্যে করে আসছি । সিরাজগঞ্জ জেলার প্রত্যক উপজলোতে আমাদরে এ কাজ চলমান আছে । দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের নেই। এখানে সবাই স্বেচ্ছায় এবং আখেরাতের উদ্দেশ্যে কাজ করেন।
এদিকে জেলা-উপজেলা সর্বত্র মানবিক ফাউন্ডেশনের নাম ছড়িয়ে পড়েছে তাদের এই মহানুভতা ও সামাজিক কাজ করার কারনে। এ বিষয়ে সাঈদী হাসান সাগর ওই কাজের প্রতি সমর্থন ও সাধুবাদ জানিয়ে ভূয়সি প্রশংসা করেন। সেই সঙ্গে সংগঠনটির ভবিষ্যৎ আরও সাফল্য কামনা করেন। অপরদিকে ইমন হোসেনের এমন উদার মানসিকতার সরকারি ও সামাজিক সহযোগিতা করা হলে সমাজে আরো অনেকেই এমন সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহ পাবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।
এমএসএম / এমএসএম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ
আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ
বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি
পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম