ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জের পাঙ্গাসী আঞ্চলিক সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-৭-২০২৪ দুপুর ২:৪১

সড়কের পিচঢালাই উঠে বেরিয়ে গেছে নিচের খোয়া-সুরকি ও কাঁদামাটি। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বৃষ্টি নামলেই তাতে জমে থাকে পানি। আবার কোথাও দেখা মেলে প্যাচ প্যাচে কাঁদার। দেখে বোঝার উপায় নেই এটা পাকা সড়ক না জলাশয়। সড়কের কাঁদাপানির ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন। আর সড়কের দুই পাশ দিয়ে পায়ে হেঁটে যারা চলাচল করছে, তাদের জামাকাপড় কাঁদাপানিতে একাকার হয়ে যায়।

এমন চিত্রের দেখা মিলেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর থেকে জেলা সদরের কাঠেরপুল পাকা সড়কের পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ থেকে ফজলের মোড় এলাকায়। এতে সড়কটি দিয়ে চলাচলরত হাজারো যানবাহন ও মানুষের দুর্ভোগের শেষ নেই।এলাকাবাসী জানান, রায়গঞ্জ উপজেলার মানুষ এই পথ ব্যবহার করে জেলা শহরে যাতায়াত করেন। সড়কটির অবস্থা এতটাই খারাপ যে, এখানকার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে শুক্রবার গিয়ে দেখা যায়, হাটপাঙ্গাসী বাজার এই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। বিশেষ করে বাজারের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত সড়কের ভয়াবহ অবস্থা। বাজার এলাকায় সড়কের বড় বড় গর্তের ভেতরে কাঁদাপানি জমে থাকায় সাধারণ মানুষ স্যান্ডেল খুলে হাতে নিয়ে বাজার করছেন। সড়কের কাঁদাপানি ঠেলে, বড় বড় গর্তের ভেতর দিয়ে সামনে এগোচ্ছে সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান-রিকশাসহ ছোট-বড় অসংখ্য ট্রাক ও বাস।

 স্থানীয় বাসিন্দা স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, উপজেলাবাসীর কাছে হাটপাঙ্গাসী বাজারটি খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা-রংপুর চার লেন প্রকল্পের কাজ চলমান থাকায় সড়কটি বাইপাস হিসাবে ব্যবহার করছে দূরপাল্লার  যান চালকরা। এতে প্রায় সব সময় গাড়িরর চাপ লেগেই থাকে সড়কটিতে। হাটের দিন শত শত কৃষক কৃষিপণ্য বিক্রি করতে এই বাজারে আসেন। কিন্তু বাজারের সড়কের যে অবস্থা তাতে তো পায়ে হেঁটেই চলা মুশকিল। তারপরও বাধ্য হয়ে কষ্ট করে মানুষ এই  বাজারে আসেন। তাছাড়া যারা বাজার করতে আসেন, তারা পায়ে স্যান্ডেল রাখতে পারেন না। অনেক সময় গাড়ির চাকার কাঁদাপানি ছিটে এসে মানুষের জামাকাপড় নষ্ট হয়। কয়েক বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

সড়কের ভ্যান চালক আব্দুল হান্নান, আব্দুল মানিক ও গোলাই বলেন, পেটের তাগিদে এই সড়কে গাড়ি চালাই। সড়কের যে অবস্থা তাতে এই সড়কে গাড়ি চালানোর কায়দা নেই। মাঝে মাঝেই বাজারের ভেতরে বড় বড় গর্তে গাড়ির চাকা আটকে যায়। অনেক সময় গাড়ি উল্টেও পড়ে যায়। সড়কটি গত কয়েক বছর ধরে এভাবে পড়ে থাকলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। মানুষের কাছে শুধু শুনি সড়কের কাজ শুরু হবে। কিন্তু আজ পর্যন্ত সড়কের কাজ আর শুরু হলো না। সড়কটি সংস্কার করা হলে মানুষের ভোগান্তি কমবে। তাই সরকারের কাছে সড়কটি সংস্কারের জন্য জোর দাবি জানাই। সিরাজগঞ্জ (সওজ) সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, সড়টি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। ইতোমধ্যে সংস্কারের জন্য অনুমোদনও হয়েছে। যত দ্রুত সম্ভব টেন্ডার প্রক্রিয়া শেষ করে সড়কের কাজ শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

‎বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক

চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন

আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ

রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ

আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ

বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি

পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা

তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা

খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত