কৃষিখাতে অবদানের জন্য এআইপি সম্মাননা পেলেন রায়গঞ্জের সুইট
দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এআইপি (এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন-এআইপি) সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকের নেতা ও কৃষি উদ্যোক্তা কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট। প্রান্তিক পর্যায়ে জলাবদ্ধতা নিরসে কাজ করার জন্য এ সম্মাননা পান তিনি।
৭ জুলাই, রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাখাওয়াত হোসেনের হাতে ২০২১ সালের এআইপি সম্মাননা তুলে দেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।এআইপি সম্মাননা গ্রহণের পর নিজের অনুভুতি জানিয়ে সাখাওয়াত হোসেন সুইট বলেন, এ সম্মাননা অবশ্যই আন্দন্দের ও গর্বের। এ প্রাপ্তি আমার কাজের দায়িত্ব আরো বাড়িয়ে দেবে। এই অর্জন আমার 'রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার’ সকলের জন্য উৎসর্গ করলাম। তরুণ কৃষক নেতা ও উদ্যোক্তা আরও বলেন, কৃষি যদি উন্নত প্রযুক্তি নির্ভর হয় তাহলে নতুন দিগন্ত তৈরি হবে দেশে। কেউ যদি সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারে অবশ্যই সফল হবে। আমার মূল লক্ষ হলো কৃষকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের পরিপূর্ণ ভাবে ব্যবহার করা।
সিরাজগঞ্জের কৃতি সন্তান কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট একজন কৃসকের সন্তান হিসাবে নিজে যেমন কৃষির সাথে নিজেকে জরিয়েছেন তেমনি কৃষকের ভাগ্য উন্নয়নে সহায়ক হিসাবে কাজ করেছেন কৃষকের পাশে থেকে। রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা আসনের সাধারণ কৃষকের পাশে থেকে জননেনত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এক ইঞ্চি জমি পতিত না রেখে চাষাবাদের আওতায় আনতে তিনি কৃষকদের মাঝে বিণামূল্যে বীজ, সার বিতরণ করেছেন । জলাবদ্ধতায় চাষাবাদ হয়না এমন প্রায় ৫০ হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা নিরসে অগ্রণী ভূমিকা রেখেছেন এই কৃষকের নেতা ও তরুণ উদ্যেক্তা।
সিরাজগঞ্জ-৩, রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনে জলাবদ্ধতা নিরসনে কাজ করায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অ্যাগ্রো বেইজড সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট সার্ভিসেসের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেনকে এ সম্মাননা দেওয়ায় আসনটির সর্ব সাধারণেরা অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
বাংলাদেশে এই প্রথম একজন কৃষিবিদ ও কৃষক লীগের নেতা এই সন্মান অর্জন করলেন। এআইপি নীতিমালা অনুযায়ী প্রতি বছর মোট পাঁচটি বিভাগে এ সম্মাননা দেওয়া হয়। এআইপি কার্ডের মেয়াদ এক বছর। এআইপি স্বীকৃতিপ্রাপ্তরা সিআইপিদের মত সুযোগসুবিধা পান। উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় ২০১৯ সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নীতিমালা তৈরি করে। তার আলোকে ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে এ সম্মাননা। এবার দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেয়া হলো।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ
তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল
নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু
গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান
নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু
ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা
বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা
দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ