ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মাদকমুক্ত তরুণরাই স্মার্ট বাংলাদেশ


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ১২-৭-২০২৪ রাত ১০:৩৭

তরুণদের মাদকমুক্ত করেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার অঙ্গীকার করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি প্রায় দুমাস আগে দ্বায়িত্ব পেয়েছেন এই অধিদপ্তরের মহাপরিচালক পদে। দ্বায়িত্ব পেয়েই তিনি বলছেন সরকারের দেয়া অঙ্গীকার বাস্তবায়নের জন্য তিনি সর্বচ্চ ত্যাগ করতে নিজেকে প্রস্তুত রেখেছেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৪ উদযাপন প্রাক্কালে দৈনিক সকালের সময়কে তিনি বলেছেন মাদকমুক্ত তরুনদের নিয়েই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা হবে। 

১৯৯১ সালের নবম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি বিভিন্ন জেলায় ইউএনও, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ভোলা ও নোয়াখালীতে ডিসি ছিলেন। খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর। তিনি বলেছেন দেশের উন্নয়ন ও অগ্রগতি আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার আমি সরকারের কর্মচারী হয়ে আমার পবিত্র দ্বায়িত্ব হবে সরকারের অঙ্গীকার রক্ষা করা। দেশের উন্নয়নে যুব শক্তি খুব গুরুত্বপূর্ণ, সেই যুবক ও তরুণদের মাদকমুক্ত রাখতে আমি যা যা করনীয় সব কিছু করবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ জনগণকে দেয়া অঙ্গীকার সমুহের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন বাংলাদেশ ইতোমধ্যেই ডিজিটাল হয়েছে এখন মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন দেশটি স্মার্ট করবেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণে যুবক ও তরুণদের নেতৃত্ব দরকার। যুবক ও তরুণদের মাদকমুক্ত না রাখতে পারলে তারা নেতৃত্ব দেবে কি করে! তাই আমার প্রথম দ্বায়িত্ব সমাজ থেকে মাদক নির্মূল করা।

মহাপরিচালক মোস্তাফিজুর রহমান বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে বিজ্ঞানমনস্কতা এবং বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। আওয়ামী লীগের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার 'দিন বদলের সনদ'-এ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। রূপকল্প ২০২১-এর মূল উপজীব্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে প্রণয়ন করা হয়েছিল প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২১। এই পরিকল্পনা ভিত্তি স্থাপন করেছে স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রসর হওয়ার। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২০২৫, ২০৩১ ও ২০৪১-এর সময়রেখার মধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাতে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হয়ে তৈরি করবে স্মার্ট বাংলাদেশ। আওয়ামী লীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে, আধুনিক প্রযুক্তি প্রয়োগ দেশ ও সমাজের উন্নতি নিশ্চিত করবে, গড়ে তুলবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি হটলাইন নাম্বার শিগগিরই চালু করার কথা বলেছেন তিনি। কোথাও মাদক সেবন হচ্ছে তা প্রতিবেশীরা ভয়ে বলতে পারছে না। কোন ব্যক্তি যদি মাদকসেবিদের ধরিয়ে দেয় তার নাম গোপন রাখার নিশ্চয়তা দেব এবং আমার অধিদপ্তর সেই ব্যাক্তিকে পুরস্কার দেবে। তিনি বলেন তার সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রিত করতে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ই ডিসেম্বর ২০২২ ঘোষণা করেন সরকারের 'স্মার্ট বাংলাদেশ' গড়ার দৃঢ় প্রত্যয়। স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, অন্তর্ভুক্তিমূলক, জ্ঞানভিত্তিক, বুদ্ধিগত এবং উদ্ভাবনী। স্মার্ট বাংলাদেশের রয়েছে চারটি স্তম্ভ-স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ।

মোস্তাফিজুর রহমান বলেছেন স্মার্ট বাংলাদেশ সৃষ্টি করতে স্মার্ট নাগরিক হতে হবে। যে লোক মাদকমুক্ত আমরা তাঁকে স্মার্ট নাগরিক বলি। শতভাগ শিক্ষিত নাগরিকেরা নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তি এবং নিজস্ব উদ্ভাবনী শক্তির সমন্বয় ঘটিয়ে নিজেদের এবং সমাজের সকলের জীবন ও জীবিকার মান বদলে দেবে। মোবাইল ফোন, ইন্টারনেট বা কম্পিউটারের মাধ্যমে তারা সমাজের সঙ্গে যুক্ত থাকবে; সরকারি ও বেসরকারি খাত প্রদত্ত পণ্য ও সেবা গ্রহণ করবে; দেশ-বিদেশের অর্থনীতির সঙ্গে যুক্ত থেকে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক জীবন ঋদ্ধ করে তুলবে। প্রযুক্তির মাধ্যমে তারা নিজেদের সমস্যা সমাধান করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখবে। তিনি বলেছেন মাদক মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা হ্রাস করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া স্মার্ট অর্থনীতি হয় না। দেশকে মাদকমুক্ত করে স্মার্ট অর্থনীতি প্রতিষ্ঠা করা এবং ধর্ম, বর্ণ, জাতি, নারী-পুরুষ, শিক্ষা অথবা ভৌগোলিক দূরত্বনির্বিশেষে সকলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে তার অধিদপ্তরের ভুমিকা থাকবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশে উদ্ভাবিত সাশ্রয়ী প্রযুক্তি শিল্প-বাণিজ্যে প্রয়োগ উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রের মাদকমুক্ত নাগরিক সহায়তা করবে।

স্মার্ট সরকার গঠনের পেছনে স্মার্ট তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন তরুণ- যুবকদের মাদকমুক্ত রাখতে পারলে তার মেধাশক্তি কাজে লাগিয়ে সরকার পরিচালনা ব্যবস্থাকে দক্ষ, কার্যকর এবং সাশ্রয়ী করে তুলবে, সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করবে। সরকারের প্রতিটি সিদ্ধান্তই হবে জ্ঞানভিত্তিক ও তথ্যনির্ভর; প্রতিটি সেবা হবে চাহিদা অনুযায়ী এবং সমন্বিতভাবে। আইওটি, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্যাবলি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করে মাদকমুক্ত স্মার্ট নাগরিকদের সর্বপরি স্মার্ট প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়ে সরকার পরিচালনার সিদ্ধান্তসমূহ গ্রহণ করবে। সরকার তথা রাষ্ট্র হয়ে উঠবে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক। আমরা সকলে মিলে এভাবেই স্মার্ট সমাজ গঠন করবো। সংস্কৃতিচর্চার মাধ্যমেও মাদক থেকে যুবকদের দুরে রাখার পরিকল্পনার কথা জানান তিন। তিনি বলেন বিনোদন মানুষের মানসিক উৎকর্ষ সাধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন মাদকের যুগ ভুলে গিয়ে বাংলাদেশের তরুণ- যুবকদের চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রযুক্তি সক্ষমতা একান্ত প্রয়োজন। শিল্প উৎপাদনের নতুন ধারায় তুলনীয় সক্ষমতা ছাড়া গ্লোবাল ভ্যালু চেইনে সম্পৃক্ত থাকা সম্ভব নয়। দূরদর্শী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে সমস্ত মানুষ সারা দিয়েছে, যার সাফল্যের ভিত্তিতে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হচ্ছে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের জন্য আওয়ামী লীগ সরকার অঙ্গীকার প্রতিটি ক্ষেত্রে মাদকমুক্ত তরুণ- যুবকদের সাথে রাখতে পারলে এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সমান বড় হবে।

এমএসএম / এমএসএম

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব‍্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র

ব্যবসায়ী রাজু’কে উদ্দ‍্যোশ‍্য প্রণোদিত মামলা, ডিএমপি কমিশনার কার্যালয়ে অভিযোগ

তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: সংবাদ পেশা থেকে মানবসেবার অগ্রদূত

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ