ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

রায়গঞ্জে সোনার পুতুল দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-৭-২০২৪ দুপুর ১:৫১
সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনার পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে লোভ দেখিয়ে টাকা নিতে এসে বরাত আলী নামের এক ব্যক্তিকে গ্রাম বাসি আটক করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ বাজারের উত্তর পাশ্বে আব্দুল আওয়াল স্বাধীনের স্ত্রী সোনিয়া আক্তারের কাছে সোনার পুতুল বিক্রি করতে আসলে কৌশলে তার স্বামীকে খবর দিলে হাতেনাতে ধরে প্রতারক বরাত আলীকে।
 
এসময় এরান্দহ গ্রামের গন্যমান্য ব্যক্তিসহ গ্রামের শত লোক হাজির হয়ে বরাত আলীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাকে সোনার পুতুল বিক্রি করার জন্য একই গ্রামের গোলাম হোসেনের ছেলে গাফফার, হযরত আলীর ছেলে ওয়াজেদ আলী ও মৃত মফজেল শেখের ছেলেরা আব্দুল মান্নান আমাকে পাঠিয়েছে আব্দুল আওয়াল (স্বাধীনের) স্ত্রীর কাছে। প্রতিপক্ষ বরাত আলী (৫০) উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পূর্ব পাড়া গ্রামের মৃত ফজর শেখের ছেলে।
 
ভুক্তভোগী আব্দুল আওয়াল স্বাধীনের স্ত্রী সোনিয়া আক্তার জানান, বরাত আলী আমাকে অনেক দিন ধরে বলে আসছে তোমাদের  বিপদ আছে। আমার কাছ থেকে তাবিজ নিলে তোমাদের বিপদ কেটে যাবে। তার কয়েক দিন পরে বরাত আলী পলিথিন করে সাদা এবং লাল কালারের তাবিজ নিয়ে এসে আমাকে বলে এটা রাখলে তোমাদের বিপদ কেটে যাবে। তখন আমি তাবিজ না নিয়ে বরাত আলীকে ফিরে দিলে তিনি চলে যান। পরের দিন বরাত আলী আমার বাড়িতে এসে বলে আমার কাছে একটা  সোনার পুতুল আছে,তার দাম দের কোটি টাকা। এক লাখ টাকা হলে পুতুলটা নিয়ে আসা যাবে। আমি ২৫ হাজার টাকা সংগ্রহ করেছি আরো ৭৫ হাজার টাকা হলে সোনার পুতুল নিয়ে আসব। তুমি আমাকে টাকা দাও আমি সোনার পুতুল নিয়ে তোমাকে দিব। আমি পুতুল নিবোনা এই কথা বলায় আমার কাছে হাত জোর করে পুতুল নিতে বলে। আমি কৌশলে আমার স্বামীর কাছে ফোন করি। তখন আমার স্বামী বাড়ীতে এসে বরাত আলীকে হাতেনাতে ধরে। ডাকাডাকি করলে গ্রামের কয়েক শত লোক একত্রিত হয়ে বরাত আলীকে জিজ্ঞেসা তিন জনের নাম বলে।
 
উপস্থিত এরান্দহ গ্রামের গন্যমান্য ব্যক্তি হাজী আব্দুল হাই,আবু সাইদ মন্ডল,আব্দুল বাড়ীক জাহাঙ্গীর আলম ও আব্দুস ছালাম বরাত আলীকে জিজ্ঞেসা করলে তিনি জানান, আমাকে সোনার পুতুল বিক্রি করতে বলে এরান্দহ গ্রামের গাফফার,ওয়াজেদ আলী ও মান্নান। আমি বলি তোমরা পুতুল পাবে কোথায়, তারা  জানায় আমাদের কাছে আছে।  এই পুতুল বিক্রি করবা আব্দুল আওয়াল স্বাধীনের স্ত্রীর কাছে।
 
ভুক্তভোগী আব্দুল আওয়াল (স্বাধীন) বলেন, বরাত আলী সোনার পুতুল বিক্রি করার জন্য আমার বাড়িতে আসলে, স্ত্রী আমাকে ফোন দিলে বাড়িতে এসে হাতেনাতে ধরে বরাত আলীকে। তার পর বিষয়টা জানাজানি হলে গ্রামের শতশত লোক ঘটনা স্থলে এসে জিজ্ঞাসা করলে সত্যতার প্রমান পায়। পরে বরাত আলীর পরিবার ও আত্মীয় স্বজন এসে বিচার দেওয়ার কথা বলে বরাত আলীকে ছাড়িয়ে নিযে যায়।পরে বিচার না দিয়ে উল্টো আওয়ালকে হোসেন (স্বাধীনকে) হুককি দিয়ে আসছে। ভুক্তভোগী নিরাপত্তা হীনতায় ভুগছেন। এরান্দহ গামের গোলাম হোসেনের ছেলে গাফফার,হযরত আলীর ছেলে ওয়াজেদ আলী ও মৃত মফজেল শেখের ছেলে আব্দুল মান্নান জানান, আমাদেরকে ফাসানোর জন্য বরাত আলীকে দিয়ে সোনার পুতুলের কথা বলেছে। এটা সম্পুণ মিথ্যা কথা।  এ বিষয় উপজেলার নলকা ইউনিয়নের ৫ নং ওর্য়াডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তিনি জানান সোনার পুতুলে কথা আমার এলাকার লোকের মুখে শুনেছি । তবে এ বিষয়ে আমার কাছে বিচার চেয়েছে গাফফার।
 
নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক জানান, সোনার পুতুলের  বিষয়টা লোকের মুখে শুনেছি, তবে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। আমি কয়েক বার  ইউনিয়ন পরিষদে শালিস করেছি। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল বলেন, এবিষয়ে আমার জানা নেই, কেউ  অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন