রায়গঞ্জে চোরাই মালামাল ও অবৈধ অস্ত্র উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংঘটিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসামীদের গ্রেফতারের পর চোরাই মালামাল ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় আটককৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত ৩ ভরি ৭ আনা স্বর্ণালংকার ও গুলিসহ একটি রিভালভার উদ্ধার করা হয় এবং চোরাই মাল ক্রয়ের সাথে জরিত থাকায় ৩ জনকে গ্রেফতার করে তাদের কাছে থাকা ব্যাটারী, পুরাতন কাসার থালা, গ্যাস সিলেন্ডার, বাইসাইকেলসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ।
বুধবার দুপুর সারে ১২ টার দিকে রায়গঞ্জ থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিং এ এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার । এসময় থানার ওসি মো. হারুন অর রশিদ, ওসি (তদন্ত) মো. শাহ আলমসহ গণমাধ্যমকর্মী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ তিনি জানান, গত ৩ জুলাই দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নওদা শালুয়া এলাকায় সুমন সরকারের বসতঘরে ৩/৪ জনের চেরের দল জানালার গ্রিল কেটে প্রবেশ করে ঘরের লোকজনকে হাত পা ও মুখ বেধে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় এই মর্মে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন বাদী সুমন সরকার (৩৫)। তারই ভিত্তিতে রায়গঞ্জ থানার এসআই রেজাউল ৫ জন ফোর্স নিয়ে আসামি নাজমুলকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করার সময় আসামী নাজমুল হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় স্বরসতী নদীতে ঝাপ দেন । এসয় তাকে ধরার জন্য এসআই রেজাউল ও ঝাপ দিলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে গত ৫ জুলাই রাতে আসামী সাগর খাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে । থানা পুলিশ অপর পলাতক আসামী নাজমুল শেখ (২২) কে ২১ জুলাই সন্ধায় অভিযান চালিয়ে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার পাঙ্গাসী বাজার শ্রী সুশান্ত কর্মকারের সঞ্চিতা জুয়েলার্সে অভিযান পরিচালনা করে চোরাই যাওয়া ৩ ভরি ৭ সাত আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আসামী নাজমুল শেখ কে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক সাত দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী নাজমুল শেখ জানান, সলঙ্গা থানাধীন রাধানগর এলাকায় তার ভাড়া বাসার সিলিংয়ের উপর গুলিসহ ০১ টি রিভালভার আছে। পরবর্তীতে আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে তার ভাড়া বাসার সিলিংয়ের উপর থেকে ০১ টি বিদেশী রিভালভার ও ০২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়াও আসমী নাজমুল শেখ এর দেওয়া তথ্য অনুয়ায়ী সোমবার ২২ জুলাই দিবাগতরাতে থানা পুলিশ অভিযান রিচালনা করে আসামী শাহীন শেখ (২৪), এসএম রাশেদ (৪৮), সাইদুল শেখ (৩৫) কে গ্রেফতার করে তাদের কাছে থাকা ব্যাটারী, পুরাতন কাসার থালা, গ্যাস সিলেন্ডার, বাইসাইকেলসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ।
এমএসএম / এমএসএম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ
আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ
বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি
পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম