সাটুরিয়ায় বিদ্যালয় রক্ষার দাবী চর এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চ বিদ্যালয় রক্ষার দাবীতে দীর্ঘদিন ধরে মানববন্ধন ও সমাবেশ করছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও চর এলাকার শত শত সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবী ২০১৫ সালের পূর্বে ছনকা চর এলাকায় কোন বিদ্যালয় ছিল না। সেজন্য চর এলাকার ছেলে মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তাই ২০১৫ সালে ধলেশ্বরী নদীর চর এলাকায় চরবাসীর নিজস্ব অর্থ সহযোগিতায় টিন সেটের ঘর তৈরি করে সেখানেই বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে বিদ্যালয়টি এমপিও ভুক্ত ও চারতলা ভবন নির্মানের প্রস্তাব পাওয়ায় বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজাহান মিয়া বিদ্যালয়টিকে অন্যত্র স্থানান্তর করার চেষ্টা চালাচ্ছে এমনটি অভিযোগ স্থানীয়দের।
ধলেশ্বরী নদীর চর এলাকার মানুষের দাবি, এই এলাকার ছেলে-মেয়েরা এখানে পড়ালেখা করছে। এটা তাদের আবেগের জায়গা। বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নিলে এতে এলাকার ছেলে-মেয়েদের শিক্ষা গ্রহনে অসুবিধা হবে। কিন্তু এলাকার সকল শ্রেণির মানুষের মতামত উপেক্ষা করে বিদ্যালয়টি নদীর পশ্চিম পারে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। প্রয়োজনে প্রাণ যাবে, তবুও কোনোভাবেই এ স্কুল অন্যত্র স্থানান্তর হতে দেবেনা এমনটি দাবি চর এলাকার মানুষের।ছনকার এলাকার চরবাসীরা বলেন, ২০১৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে। বর্তমানে বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় নদী ভাঙ্গনের ইস্যু করে বিদ্যালয়ের সভাপতি সাজাহান মিয়া তার নিজের স্বার্থে বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তর করতে চাচ্ছে।
বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের প্রাণের স্কুল কিছুতেই স্থানান্তর হতে দিবো না। এটি আমাদের অন্তরের দাবি, এই স্কুল এখানেই থাকবে। আর যদি স্কুল সরিয়ে দেয়া হয় তাহলে আমরা দেশের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে প্রতিবাদ জানাবো।
শিক্ষার্থীরা বলেন, এই স্কুলের সাথে আমাদের আবেগ, উচ্ছ্বাস, স্মৃতি জড়িত। আমাদের আবেগে কাউকে আঘাত করতে দেবো না। এই স্কুল স্থানান্তর হলে আবার একই অবকাঠমো গড়ে উঠবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজাহান মিয়ার সাথে কথা বললে তিনি জানান, বিদ্যালয়টি নদী ভাঙ্গনের কবলে পরেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে নদী ভাঙ্গণ কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিন। এরই ধারাবাহিকতায় নদীর পশ্চিম পাড়ে তিল্লী বাজারের পাশে নিরাপদ স্থানে স্কুলটি স্থানান্তরের জন্য আবেদন করেছি। ইতিমধ্যে বিদ্যালয়ের জন্য নতুন জমি নিদিষ্ট করে বিদ্যালয়ের নামে নাম খারিচ করা হয়েছে। বিদ্যালয়টি স্থানান্তর হলে সরকারি ভাবে ভবন বরাদ্ধ হবে। ডিজিটাল প্রযুক্তির নানান ডিভাইস পাওয়া যাবে। সেইসাথে নদীর উভয় পাড়ের ছেলে মেয়েরা ভালভাবে পড়াশোনা করার সুযোগ পাবে।
উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান বলেন, ছনকা মাধ্যমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গনের কবলে পড়ছে এধরনের একটি তদন্তের জন্য শিক্ষা বোর্ড থেকে আমাকে বলা হয়েছে। আমি বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলাম। ভাঙ্গনের জায়গাটি দেখেছি। স্কুল কর্তৃপক্ষ একটি প্রস্তাবিত জায়গার কথা বলেছে, যেটা নদীর ওই পাড়ে। সেখানেও আমি গিয়েছিলাম। এখানে একটি পক্ষ চাচ্ছে স্কুলটি নদীর এপারে থাকুক এবং আরেকটি পক্ষ চাচ্ছে স্কুলটি নদীর ওপারে চলে যাক। আমি দুপক্ষের বক্তব্যই শুনেছি। বাস্তব অবস্থাটা দেখেছি। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তদন্তের রিপোর্ট দেব। এরপর শিক্ষাবোর্ড সিদ্ধান্ত নেবে স্কুলটি এপারে থাকবে না ওপারে যাবে।
এমএসএম / T.A.S
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ