হাইমচরে রাজনৈতিক দলের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
চাঁদপুরের হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এর পরিচালনায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সামিউল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার।
আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোঃ শফিউল্লাহ, জামাইয়েত ইসলাম সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, জামায়াতে ইসলাম সদস্য হাফিজ আহমেদ, উপজেলা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, কুদ্দুস মেহনতী, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম