ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

শিবচরে পরিস্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৯-৮-২০২৪ দুপুর ১২:২

শেখ হাসিনার পতনের পর পরই আওয়ামী অধ্যুষিত উপজেলার শিবচরের চিত্র পাল্টে যায়। আওয়ামীলীগের দুঃশাসনের অবসানের খবরে হাজার হাজার  ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে মাঠে নামে। এর মধ্যে বিক্ষুব্ধ জনতা উপজেলার আওয়ামীলীগ অফিস, নেতা-কর্মীদের অফিসসহ সরকারি বেশ কিছু অফিস ভাঙচুর করে। সড়কসহ স্থাপনাজুড়ে কাচের টুকরো ও জঞ্জাল পড়ে থাকে। গত তিনদিন ধরে রাস্তাঘাট-সরকারি অফিস পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে উপজেলার নানা বয়সী শিক্ষার্থীরা।

এদিকে শুক্রবার(৯ আগস্ট) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলের শৃঙ্খলা ফেরাতে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। গতি নিয়ন্ত্রনে রেখে গাড়ি চালানো, মোটরসাইকেল চালকের হেলমেট ব্যবহারসহ  নানা পরামর্শ দিচ্ছে এই শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই সেবামূলক কাজে মুগ্ধ সাধারণ মানুষ।

তারা জানান,'আমাদের শিক্ষার্থী ছেলে-মেয়েদের স্বেচ্ছায় সেবামূলক কাজ সত্যিই প্রশংসনীয়। একটা পরিবর্তন উপলব্ধি করা যাচ্ছে। সমাজকে সুন্দর করতে এই পদক্ষেপের বিকল্প নাই। দলীয় রাজনীতির ছাত্র সংগঠনের বেশির ভাগের মধ্যেই উগ্রতা দেখেছি এতোদিন। আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ভালো কাজের মানসিকতা এবং উদারতা।'

জানা গেছে, শিবচর উপজেলা পরিষদ, পৌর ভবন, আওয়ামী লীগ কার্যালয়,  নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম, ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়াম, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবন, রেস্ট হাউস, উপজেলা প্রকৌশলীর গাড়ি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়াম, চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, প্রেসক্লাবসহ আওয়ামীলীগ নেতাদের অফিস ভাঙচুর করে দূর্বৃত্তরা। এসকল স্থানে মঙ্গলবার থেকেই পরিস্কার-পরিচ্ছন্নতা শুরু করে শিক্ষার্থীরা। দলে দলে ভাগ হয়ে তারা কাজ করে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান,'নিজ নিজ দায়িত্ববোধ থেকেই তারা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। এই সাথে সড়কে শৃঙ্খলা রক্ষাসহ জনস্বার্থে নানা কাজে যুক্ত হচ্ছেন। এ ধরনের কাজ তারা বেশ উপভোগ করছেন বলেও জানান।

শিবচর সরকারি স্থাপনা ও উপজেলা শহর পরিষ্কার-পরিচ্ছন্ননতার কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে উপজেলার বিভিন্ন মহল শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। 

এমএসএম / এমএসএম

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য

এম এ আজিজ স্টেডিয়ামের চুক্তি বাতিল না করলে বৃহত্তর আন্দোলন: বক্কর

নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ১ জনকে কুপিয়ে হত্যা