ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

পাবনা সড়কে যানজট পরিচালনা করছেন শিক্ষার্থীরা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৯-৮-২০২৪ দুপুর ১২:৭

বিশাল গণ-অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসনের পতনের পর জেলা এবং সারাদেশে জনজীবন এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।
শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে সাম্প্রতিক ছাত্র শেষ হলেও সর্বত্র ভয় ও দুঃস্বপ্ন এখনও মানুষকে তাড়া করছে।
বর্তমানে সারাদেশের মতো পাবনা জেলা ও উপজেলা সদরে নিরাপত্তার দায়িত্বে কোনো পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। একইভাবে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্য নেই। 
বৃহস্পতিবার(৮ আগস্ট) পাবনা জেলা শহরসহ সব উপজেলার বিভিন্ন সড়কে শিক্ষার্থী ও সাধারণ মানুষ যান চলাচল নিয়ন্ত্রণ করছে। শিক্ষার্থীরা সড়কে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও প্রাইভেট কার প্রচুর ছিল কিন্তু অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস সার্ভিস ছিল খুবই সীমিত। রাস্তায় ও বাজারে ভিড় ছিল কম। 
হাফিজুর রহমান নামে এক পথচারী বলেন,"সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। তারা পুলিশের চেয়ে হাজার গুণ ভালো কাজ করছে। ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনকালে বিভিন্ন স্থানে বিশেষ করে  আব্দুল হামিদ রোড, পাঁচমাথা মোড়, কিমিয়া মোড়, মেরিল রোড, গোস্মামী মোড়, শহীদ জাহিদ-রাফি মোড় (ট্রাফিক মোড়), ইন্দ্রিয়া মোড়ে যানজটের শিকার হতে হতো। যদিও দুই তিনদিন ধরে রাস্তায় কোনো যানজট  নেই।"
"রাজনৈতিক নেতারা এবং আইন প্রয়োগকারী সংস্থা ছাত্রদের কাছ থেকে শিখতে পারে কিভাবে দেশ চালাতে হয়," তিনি যোগ করেন। বাস টার্মিনালের সিএনজি চালক ।আইনুল হক বলেন, আমার দেশের সোনার ছেলেরা রাস্তা পরিচালনা করে বলে তিনদিন ধরে কোথাও কোনো টোল দিতে হয় না।
তিনি আরও বলেন, "অন্য সময়, এই বাস টার্মিনালে প্রতি সিএনজিচালিত গাড়ি থেকে গ্যাং ২০ টাকা দৈনিক ফি আদায় করত। আমি শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করি কারণ তাদের কারণেই দেশ আবার স্বাধীন হয়েছে," তিনি  যোগ করেন।
কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরলে তারা রাস্তায় থাকতে পারবে না; কিন্তু তারা দেখিয়ে দিয়েছে কীভাবে দেশ পরিচালনার পাশাপাশি যানজটও সঠিকভাবে চালাতে হয়।
নছিমন করিমন রিপন আলী বলেন, "তিনদিন রাস্তায় কাউকে চাঁদা দিতে হয়নি। রাস্তায় নছিমন-করিমন চালালে প্রতিদিন ৭০-৮০ টাকা দিতে হয়। এখন আমাদের জীবনে স্বস্তি ফিরে এসেছে।"
অটোরিক্সাচালক জাহাঙ্গীর হোসেন বলেন,“মোড়ে মোড়ে চাঁদাবাজদের ১০, ২০ টাকা কওে চাঁদা দিতে হতো। আজ তিনদিন চাঁদাবাজদের দেখা নেই। এমনটি যদি সারা বছর থাকতো তবে আমাদের মত গরীব মানুষ বাঁচতো”  
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র আমিরুল ইসলাম বলেন,"আমরা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে খুব শীগগীরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ট্রাফিক পুলিশকে তাদের কাজ করতে দিন। আশা করা যায় তারা আগের চেয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।” ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয় না করার জন্যও আহ্বান জানানো হচ্ছে। শিক্ষার্থীরা যাতে কেউ আক্রান্ত না হয় সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন,"ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অধিকাংশ পুলিশ সদস্য শেখ হাসিনা সরকারের অনুগত ছিলেন। তারা সরকারের দাবি অনুযায়ী কাজ করেছেন। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে প্রাণ যায়। আমাদের মত জুনিয়র অফিসাররা বিপদে পড়বে।"
পুলিশ সূত্র জানায়, হামলার ভয়ে পুলিশ সদস্যরা রাস্তায় নামেননি।
তাদের কর্মকর্তাদের কাছ থেকে এ ধরণের কোনো নির্দেশনা ছিল না। কর্মকর্তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। ফলে পুলিশের ভেতরে এক ধরণের বিশৃঙ্খলা চলছে।
সহিংসতার আশঙ্কায় জেলার সব পুলিশ সদস্যরা কাজ থেকে দূওে রয়েছেন। 
শহরে যথাযথভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পুলিশ না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নেমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন শিক্ষার্থী ও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত