ঢাকা সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

আলফাডাঙ্গায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে প্রতিবাদ সভা


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১০-৮-২০২৪ রাত ৯:৩৫

সদ্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, চলমান সহিংসতার প্রতিবাদ ও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠ নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভা করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন।
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজার পরিচালনায় এসময় বক্তব্য প্রদান করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ তালুকদার, আশারাফউদ্দিন তারা, ইকবাল হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, টগরবন্দ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান বাবু শিকদার ও উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি ফকির এনায়েত হোসেন প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, “ ফরিদপুরসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে। মুক্তিযুদ্ধের পর এতো ধ্বংসযজ্ঞ আর দেশবাসি দেখেনি। আমরা আওয়ামী লীগ এই সকল ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশের বিভিন্ন শেণি পেশার মানুষ  আজ আতঙ্কিত রয়েছে। আমি আলফাডাঙ্গাবাসীকে অনুরোধ করবো আপনারা নিজ নিজ স্থান থেকে এই হামলা ও ধ্বংসযজ্ঞ প্রতিহত করবেন।” 
পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর পৌর মেয়র সাইফুর রহমান বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দাবি থাকবে ৫ আগস্টের পর থেকে ফরিদপুরসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার সঠিক তদন্দের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।”
এসময় আগামী সোমবার উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা করেন। 

এমএসএম / এমএসএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী