বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশ পাহারার দাবিতে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাংকপাড়া প্রধান কার্যালযয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আজ সোমবার ১২ই আগস্ট সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালযয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশ পাহারার দাবি জানান । এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুব আলী খান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন কারীদের ঘাড়ে বন্দুক রেখে দীর্ঘ প্রায় একমাস ধরে জামাত বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে ।
যার প্রেক্ষিতে ৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করে। সেই সাথে প্রতিহিংসা মূলক ভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে পুলিশ প্রত্যাহার করে নেয় প্রশাসন যার প্রেক্ষিতে জাতির জনকের সমাধিস্থল অরক্ষিত রয়েছে। তাই সাংবাদিকদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আহ্বান জাতির জনকের সমাধিতে রক্ষা করার জন্য পুলিশ পাওয়ার প্রয়োজন। আমরা গোপালগঞ্জবাসী জাতির জনকের সমাধিতে পুলিশ পাহারার আহ্বান করছি।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ-২ আসনের বার বার নির্বাচিত এম,পি জননেতা শেখ ফজলুল করিম এর বাড়িতে হামলা সহ সারা দেশে নৈরাজ্য, ভাংচুরের প্রতিবাদ সহ নিন্দা জানান তিনি।
এ সময় তারা ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধ নমিত, নীরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। পরবর্তীতে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদ জি,এম সাহাবুদ্দিন আজম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সহ সভাপতি আতিয়ার রহমান, বীর মুক্তিকযোদ্ধা লুৎফর রহমান বাচ্চু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উপপ্রচার শিমুল চৌধুরি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন, সাধারণ সম্পাদক আমির হামজা, সাবেক বঙ্গবন্ধু কলেজ সভাপতি দ্বীন ইসলাম সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও কালবেলার জুবায়ের হোসেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এস এম হুমায়ুন কবির, মাহবুব হোসেন সারমাত,চৌধুরি হাসান মাহমুদ ,মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোটার এ জেড আমিনুজ্জামান রিপন, প্রসূন মন্ডল , মাই টিভির আরিফুল ইসলাম , চ্যানেল এস কাজী মাহমুদ, যুগের সাথীর মনির মোল্যা, বাংলাদেশের খবরের পলাশ শিকদার , এসএ টিভির আজিজুর রহমান টিপু , দৈনিক আলোর সময়ের শিহাব মোল্যাসহ চ্যানেল ২৪ এর বাদল সাহা সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক
তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার
উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির
আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক
নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার
লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ
Link Copied