মনোহরগঞ্জ বাজার মনিটরিং ও যানজট নিরসনে শিক্ষার্থী, প্রশাসনের ও থানার কার্যক্রম শুরু
কুমিল্লার মনোহরগঞ্জ বাজার মনিটরিং ও যানজট নিরসনে শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের ও থানার কার্যক্রম শুরু করেছেন আজ সোমবার মনোহরগঞ্জ বাজারে বিভিন্ন সড়ক ও রাস্তা, যান চলাচলে শৃঙ্খলা রক্ষা ও দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য নিশ্চিতে কাজ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উপজেলার মনোহরগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকায় মনিটরিং ও যানজট নিরসনে কাজ করেছেন ছাত্র - উপজেলা প্রশাসন ও থানার পুলিশ। বাজার মনিটরিং ও যানজট নিরসনে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির , শিক্ষার্থী মোঃআরিফুর রহমান, মোঃসিরাজ,আশরাফুল,দেলোয়ার হোসেন, আরিফ, ইয়াছিনআরাফাত, শরিফ হোসেন , এ,এম, জামাল, কামরুলহাছান। জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়।পরিষ্কার করছেন রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা। দক্ষ হাতে করছেন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ।এবার এসব শিক্ষার্থীদেরই দেখা গেছে বাজার মনিটরিং করতে। তাদের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্নতা অভিযান চালাতে দেখা যায়। এছাড়া বিভিন্ন কাঁচাবাজার ও মুদি দোকানে পন্যের অতিরিক্ত মূল্য না নিতে দোকানিদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।সচেতনতা অভিযানে অংশ নেয়া শিক্ষার্থী মোঃ আরিফুর রহমান বলেন - ছাত্র সমাজ শত শত শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। এখন থেকে আমাদের দেশে কোনো ধরনের বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, অরাজকতা, সন্ত্রাস, অনিয়ম, গুন্ডামী, লিয়াজো, নৈরাজ্য, বড় ভাই, কিছুই থাকবে না।যদি কেউ অনিয়ম করে তাহলে সাথে সাথে উপজেলা প্রশাসন কিংবা সেনাবহিনী ছাত্র-সমাজকে ডেকে নিবেন যেখানে অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করবে সাথে সাথে ছাত্র-সমাজ এগিয়ে এসে পতন করে দিবে। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ ছাত্র-সমাজের ন্যায়ের বাংলাদেশ। যেখানে অন্যায় সেখানেই ছাত্র-সমাজ জেগে উঠবে। শৃঙ্খলা আসা পর্যন্ত তারা এ কার্যক্রম চালিয়ে যাবে।
এমএসএম / এমএসএম
বেগম খালেদা জিয়ার শোক দিবসে বাগেরহাটে ইসলামী ক্যাডেট একাডেমীর নবীন বরন উৎসব
কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নেত্রকোণার হাওরে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক
গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে -১ আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন
নেত্রকোণায় শহীদ ক্যাডেট একাডেমির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বেলাবোতে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে পাখি শিকারের অভিযোগে এক যুবককে জরিমানা
তারাগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিপ্রবি পরিবারের শোক প্রকাশ