ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীতে সাংবাদিককে গুলি-হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ২:২২

নরসিংদীর রায়পুরায় মো. মনিরুজ্জামান মনির (৪০) নামে এক সাংবাদিক গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের শ্রীরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মনিরুজ্জামান মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি। তিনি রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন। উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে তিনি।

স্থানীয়রা জানায়, উপজেলার মেথিকান্দা এলাকার লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রি ও হযরত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। লেয়াকত আলী সাংবাদিক মনিরুজ্জামান মনিরের দাদা হন। পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে মনির শ্রীরামপুর বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর বাজারের পাশে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এসময় মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাতে-পায়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। এ সময় রায়পুরা থানা পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে সেনা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর একটি দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরের খোঁজখবর নেন ও শহরে নিরাপত্তা জোরদার করেন।

আহত সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, বাজারের এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহের জন্য যাই। ফেরার পথে শহীদ মিয়ার চালের দোকানের সামনে সন্ত্রাসীরা আমার ওপর গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তারা আমার ওপর ক্ষিপ্ত ছিল। এ জন্য তারা হামলা করেছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ বলেন, সাংবাদিকের হাতে এবং পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম, রায়পুরা প্রেসক্লাবসহ নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনসহ নেতারা নিন্দা জানিয়েছেন। তারা অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এমএসএম / এমএসএম

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও

ঝিনাইদহে ভাঙা রাস্তা মেরামতে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসের বিশেষ উদ্যোগ