ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৬-১-২০২৬ বিকাল ৫:২৩

বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ক্ষণজন্মা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।  
যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মহাকবি'র জন্মবার্ষিকী। গত রোববার (২৫ জানুয়ারি) যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কবির স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ী মধুপল্লীতে অবস্থিত তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মহাকবি'র জন্মবার্ষিকী অনুষ্ঠানে একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা অর্জন করেছেন প্রশাসন। এমন কর্মসূচি প্রতি বছর অব্যাহত থাক বলে মনে করেন এলাকাবাসী। 
তারপর মধুমঞ্চে অনুষ্ঠিত হয় মহাকবির জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং  বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রকাশিত স্মারক গ্রন্থ 'সনেট'-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রবন্ধ উপস্থাপন করেন যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, মহাকবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং মধুসূদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও গবেষক কবি খসরু পারভেজ প্রমূখ।  শুভেচ্ছা বক্তৃতা করেন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক (উপসচিব) মো. রফিকুল হাসান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়। অনুষ্ঠানের একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে। উল্লেখ্য, প্রতিবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর সীমিত পরিসরে জন্মদিনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। নির্বাচন শেষে সুবিধাজনক সময়ে পূর্ণাঙ্গ মধুমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রসঙ্গত, বাংলা সাহিত্যের আধুনিকতার পথিকৃৎ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

এমএসএম / এমএসএম

ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মহেশখালী-কক্সবাজার নৌ রুটে যাত্রী নিয়ে উল্টে গেল স্পীড বোট, নিহত ১

কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই-প্রফেসর নাগিব হোসেন

মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য

গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকালের সময়ে সংবাদ প্রকাশের পর উলিপুরে প্রধান শিক্ষকের পদ স্থ‌গিত

ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে-কুমিল্লায় তারেক রহমান

ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের অধিকাংশ মানুষ জানেই না আগামী সংসদ নিবাচনে হ্যাঁ না গণভোটের কথা