শিবচরে বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি
১৫ আগস্ট নাশকতা রোধে শিবচরে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার পৌর এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। সড়কের বিভিন্ন স্থানে অবস্থান এবং মিছিল করতে দেখা যায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের।
জানা গেছে, ১৫ আগস্ট ঘিরে কোন অপতৎপরতা যাতে সৃষ্টি না হয় সেজন্য কেন্দ্রীয় নির্দেশে সারাদেশেই বিএনপি-জামাতের অবস্থান কর্মসূচী রয়েছে। একই সাথে কোটা সংস্কার আন্দোলনকারীরাও অবস্থান কর্মসূচীসহ একাধিক কর্মসূচী পালন করছেন। সেই ধারাবাহিকতায় শিবচরেও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। উপজেলা কলেজমোড়, ৭১ সড়কসহ একাধিক স্থানে অবস্থান করছেন তারা।
জানতে চাইলে বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, ১৫ আগস্ট ঘিরে আওয়ামীলীগ বিশৃঙ্খলা এবং অপতৎপরতা করতে পারে এমন আশঙ্কায় অপতৎপরতারোধে আমরা আজ সড়কে অবস্থান করছি। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই অবস্থান কর্মসূচী, মিছিল করছেন তারা।
পৌর বিএনপির আহব্বায়ক (ভারপ্রাপ্ত) হেমায়েত হোসেন খান বলেন, ১৫ আগস্ট ঘিরে অপতৎরতা হতে পারে এমন আশংকায় শৃঙ্খলা বজায় রাখতে আমাদের দলীয় নেতা-কর্মীরা মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করছে।'
অন্যদিকে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সড়ক ৭১ এ মিছিল করে নেতা-কর্মী ও সমর্থকেরা। বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির সাথে শিবচরেও ছাত্রদলের অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এসময় উপজেলা ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খান ও সদস্য সচিব সাইদুর বেপারী বলেন,'শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্বতা রেখে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা অবস্থান কর্মসূচী পালন করছি। সকাল থেকেই ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে অবস্থান করছে। শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করছি।'
T.A.S / T.A.S