ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বশেমুরকৃবি'তে ভিসি ও ট্রেজারারের পদত্যাগ দাবিতে মানববন্ধন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৫-৮-২০২৪ বিকাল ৭:১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে তারা মানব বন্ধন করে। মানববন্ধনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ব বিদ্যালয়ের সমন্বয়ক প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, স্বৈরাচারী, দুর্নীতিবাজ, নিপীড়নকারী ও ফ্যাসিবাদি ভিসি ও ট্রেজারারকে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ করতে হবে।

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ইস্যু করে শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা সবার মনে ঘৃণার উদ্রেক করেছে। শেখ হাসিনার মদদপুষ্ট বর্তমান ভিসি ও ট্রেজারার পদত্যাগ না করে পালিয়ে বেড়াচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে উঠছে। উদ্ভুত এ পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে। ভিসি ও ট্রেজারারকে দ্রুত পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিক করণের জন্য প্রশাসনের প্রতি আহবান করেন।

অপর সমন্বয়ক প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ বলেন, নিপীড়ন ও বৈষম্যবিরোধী সমাবেশে সিনিয়র শিক্ষক, সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাও 'এক দফা এক দাবি ’ শ্লোগান দিয়ে ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও সমন্বয়কারী প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. গোলাম রসূল, প্রফেসর ড. আবু আশরাফ খান, প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ, উপ-রেজিস্ট্রার শফিকুল ইসলাম খান, আব্দুল্লাহ মৃধা, সহকারী রেজিস্ট্রার হানিফ পালোয়ান। কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন জাহের আলী, কামাল হোসেন, আব্দুল কাদের, দুলাল হোসেন প্রমুখ।

বৈষম্যবিরোধী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধনে তাদের বক্তব্য বলেন, ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবী করেন। তারা অন্তর্বর্তিকালীন সরকারের সুদৃষ্টি কামনা করে ভিসি নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পুনরায় চালু করার আবেদন জানান। পলাতক ভিসি এবং ট্রেজারারের পদত্যাগের একদফা দাবীতে বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-ছাত্রীরাও একাত্মতা প্রকাশ করেন।

মানব বন্ধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।

T.A.S / T.A.S

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত