বশেমুরকৃবি'তে ভিসি ও ট্রেজারারের পদত্যাগ দাবিতে মানববন্ধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে তারা মানব বন্ধন করে। মানববন্ধনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ব বিদ্যালয়ের সমন্বয়ক প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, স্বৈরাচারী, দুর্নীতিবাজ, নিপীড়নকারী ও ফ্যাসিবাদি ভিসি ও ট্রেজারারকে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ করতে হবে।
শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ইস্যু করে শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা সবার মনে ঘৃণার উদ্রেক করেছে। শেখ হাসিনার মদদপুষ্ট বর্তমান ভিসি ও ট্রেজারার পদত্যাগ না করে পালিয়ে বেড়াচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে উঠছে। উদ্ভুত এ পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে। ভিসি ও ট্রেজারারকে দ্রুত পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিক করণের জন্য প্রশাসনের প্রতি আহবান করেন।
অপর সমন্বয়ক প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ বলেন, নিপীড়ন ও বৈষম্যবিরোধী সমাবেশে সিনিয়র শিক্ষক, সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাও 'এক দফা এক দাবি ’ শ্লোগান দিয়ে ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবি করেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও সমন্বয়কারী প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. গোলাম রসূল, প্রফেসর ড. আবু আশরাফ খান, প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ, উপ-রেজিস্ট্রার শফিকুল ইসলাম খান, আব্দুল্লাহ মৃধা, সহকারী রেজিস্ট্রার হানিফ পালোয়ান। কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন জাহের আলী, কামাল হোসেন, আব্দুল কাদের, দুলাল হোসেন প্রমুখ।
বৈষম্যবিরোধী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধনে তাদের বক্তব্য বলেন, ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবী করেন। তারা অন্তর্বর্তিকালীন সরকারের সুদৃষ্টি কামনা করে ভিসি নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পুনরায় চালু করার আবেদন জানান। পলাতক ভিসি এবং ট্রেজারারের পদত্যাগের একদফা দাবীতে বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-ছাত্রীরাও একাত্মতা প্রকাশ করেন।
মানব বন্ধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
T.A.S / T.A.S
বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণের জন্যে লবণাক্ত বালি উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দোহার উপজেলা যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি ফসলের প্রণোদনা বিতরণ
পঞ্চগড়ে এমপিও ভুক্ত ৩৭ শিক্ষক-কর্মচারীর কলেজে মাত্র ১৫ শিক্ষার্থী
১৫০ কিলোমিটার পরিভ্রমণে গোপালগঞ্জের সাত রোভার
সাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলেই মনপুরা দ্বীপের মানুষের মনে আতঙ্ক বিরাজ করে
দাউদকান্দির দৌলতপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
হাতপাখার বিজয় হলে জাতির বিজয় হবেঃ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম