কুমিল্লা এমপি বাহারের ১৬ বছরের গুন্ডামী রাজত্ব

কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আক ম বাহা উদ্দিন বাহার । কেউ বলতেন কুমিল্লার বাঘ। কেউ বলতেন কুমিল্লার অঘোষিত জমিদার। তিনি পদে পদে তার প্রমাণও রেখে গেছেন। ১৫ বছর ধরে কুমিল্লার রাজনীতিতে আকম বাহাউদ্দিন বাহারই ছিল শেষ কথা। তার অনিচ্ছায় শহরে কিছু হতে পারে বেশিরভাগ মানুষই তা বিশ্বাস করেননি। জেলায় অনেক প্রভাবশালী এমপি-মন্ত্রী থাকলেও সদরে বাহারের কথাই ছিল শেষ। দীর্ঘ একযুগে অনেকে বাহারের রোষানলে পড়ে কুমিল্লা শহরে ঢুকতেও পারেন নি।
জেলার টেন্ডারবাজি, দখল, চাঁদাবাজি, সিটি করপোরেশন, ইপিজেড, হাসপাতাল, সামাজিক প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত সবই এমপি বাহারের নিয়ন্ত্রণে ছিল। শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত কুমিল্লায় বাহারের ইশারা ছাড়া কিছুই হতো না। স্থানীয় প্রশাসনও কখনো বাহারের ইচ্ছার বাইরে যাননি। জনশ্রুতি আছে, কুমিল্লার কোন মসজিদের ইমাম কে হবেন তাও এমপি বাহার ঠিক করতেন। প্রশাসনের কেউ কথা বললেই তাকে বদলি করে দিতেন। হুমকি-ধমকিও দিতেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ সবই বাহারের হাতে জিম্মি ছিল। সব কমিটিতেই বাহারের পরিবার ও আত্মীয়-স্বজনদের আধিক্য দেখা গেছে। বাহারের মতো প্রভাবশালী ব্যক্তিকে কুমিল্লা ছেড়ে পালাতে হবে আগে তা কেউ ভাবেনি।
অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের সব ধরনের উন্নয়ন কাজের ঠিকাদারি বাহার ও তার অনুসারীরা নিয়ন্ত্রণ করতেন। কে কোন কাজ করবেন তা বাহারই ঠিক করে দিতেন। এ ছাড়া সরকারি অফিস, ফুটপাথ, ইজিবাইক, অটোরিকশা, বাস ট্রাক, গার্মেন্টস, হাটবাজার, হাসপাতাল, ক্লিনিক, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ সবই বাহারের অনুসারীদের নিয়ন্ত্রণে ছিল। কেউ চাঁদা তুলতেন, কেউ আবার বালু, কুলিবিট, মাদক ও ডিশ ব্যবসা করতেন। পরিবহন, নদী ও আবাসন ব্যবসাও তাদের নিয়ন্ত্রণে ছিল। চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে ১৫ বছরে বাহারের সম্পদ বেড়েছে স্রোতের বেগে। একাধিক মার্কেট, শপিং মল, বাড়ি, গাড়ি, গার্মেন্টস, হাসপাতাল, ঠিকাদারি প্রতিষ্ঠানসহ ডজন খানেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে সম্পদে কুমিল্লার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ছাড়িয়ে গেছেন। শুধু একাই নয়। সম্পদ অর্জনে সহায়তা করেছেন তার অনুসারীদেরও । বাহারের অনুকম্পায় সম্পদে ফুলে ফেঁপে উঠেছে তার সহযোগীরা। কেউ কেউ দখল করেছেন একাধিক ফ্ল্যাট, প্লট ও জমি। কেউ আবার হিন্দুরের জমি, পুকুর, ব্যবসা প্রতিষ্ঠানও দখল করেছেন।
বাহার লীগের দখলে ছিল সব দলীয়পদ: কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ একক নিয়ন্ত্রণে রেখেছিলেন এমপি বাহার। অধিকাংশ কমিটিতেই বড় পদে নিজে ও পরিবারের লোকদের রেখেছেন। বাহারের মতের বাহিরে কাউকেই কমিটিতে রাখা হয়নি। পদ পায়নি অনেক ত্যাগী নেতারাও। বলতে গেলে কুমিল্লায় বাহার লীগের একক আধিপত্য চলেছে। বাহাউদ্দিন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, চাচাতো ভাই প্রয়াত মেয়র আরফানুল হক রিফাত ছিলেন সাধারণ সম্পাদক, মেয়ে তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্ত্রী নাসরিন বাহার কুমিল্লা ডায়েবেটিক সমিতির সভাপতি ও মহিলা আওয়ামী লীগ সদস্য, ভাতিজা আব্দুল আজিজ সিহানুক কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক, সিহানুকের স্ত্রী নুসরাত জাহান শাকিরা মহানগর যুব মহিলা লীগের সহ-সম্পাদক, আরেক ভাতিজা হাবিবুল আলামিন সাদি মহানগর যুবলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র, চাচাতো ভাইয়ের ছেলে আকাশ ওয়াহিদ মহানগর যুবলীগের সদস্য, আরেক ভাইয়ের ছেলে সায়ের সায়েরিন মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক, মেয়ে জামাই সাইফুল ইসলাম রনি মহানগর যুবলীগের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান। ভাগিনা জুনায়েদ সিকদার তপু কেটিসিসিএ চেয়ারম্যান ও মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।
নামে বেনামে বাহারের যত প্রতিষ্ঠান: ১৫ বছরে এমপি বাহার নামে বেনামে প্রায় ডজন খানেক প্রতিষ্ঠান গড়েছেন। বাহারের দৃশ্যমান সম্পদের মধ্যে রেয়েছে- মনোহরপুরে ১১তলা সোনালী স্কয়ার আবাসিক ও বাণিজ্যিক ভবন, ৯তলা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৪তলা টাউন হল সুপার মার্কেট, মেসার্স কনস্ট্রাকশন এন্ড সাপ্লায়ার্স, সোনালী সুইটস, নাইস পাওয়ার এন্ড আইটি, নাসুয়া এসোসিয়েট, মাইন্ড মোভার লি., এ সিক্স লি., এমবি টেক্সটাইল, গোমতি ডিস্ট্রিবিউশন, হোটেল সোনালী, অনাকা মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লি, এমএস কনস্ট্রাকশন এন্ড সাপ্লায়ার। এ ছাড়া কুমিল্লা ইপিজেডের মধ্যে ওয়েস্টিন কারখানার পাশে নির্মাণাধীন ৬তলা সোনালী জিপার নামে একটি কারখানা রয়েছে বাহারের। পাশেই সোনালী ডায়িং নামে আরও একটি কারখানার বেজমেন্ট নির্মাণ কাজ চলছে। এ ছাড়া মেয়ে ও স্ত্রীর নামে ঢাকার উত্তরায় ৩টি ফ্লাট। নিজের নামে কুমিল্লা হাউজিং এস্টেটে ৩টি প্লট, ছোট মেয়ে আজিজা বাহারের নামে দুবাই, সিঙ্গাপুর, মালেশিয়া, অস্ট্রেলিয়া, কানাডায় ফ্লাট ও বাড়ি আছে বলে বাহারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সাবেক এমপি বাহারের সকল ব্যবসা প্রতিষ্ঠান মিলে আনুমানিক সম্পদের পরিমাণ হবে প্রায় দেড় হাজার কোটি টাকার। বাহারকে ব্যবহার করে তার ভাই ভাতিজারাও সম্পদে ফুলে ফেঁপে উঠেছেন। অনুসন্ধানে ভাতিজা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুকের বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার নিজস্ব পরিবহন কোম্পানি রয়েছে। তার নগর পরিবহন নামে ৩০টি বাস ক্যান্টনমেন্ট থেকে সুয়াগাজি পর্যন্ত চলাচল করে।
বাহারের টেন্ডার সিন্ডিকেট: কুমিল্লার সড়ক ও জনপথ, গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট, ওয়াপদা, ওয়াসা, সমাজসেবা অধিদপ্তর এমপি বাহার সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। প্রতিষ্ঠানগুলোর সব ঠিকাদারি কাজ পেতেন বাহার পরিবার ও সমর্থকদের ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে নিজের নামে মেসার্স কনস্ট্রাকশন অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লাইয়ার, মেয়ে জামাই সাইফুল ইসলাম রনির নামে মেসার্স সাইফুল ইসলাম রনি ট্রেডার্স, ব্যবসায়িক পার্টনার ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হাসান পাখির মেসার্স হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড, আরেক পার্টনার মোহাম্মদ আলমের রানা বিল্ডার্স, জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হকের মেসার্স হক এন্টারপ্রাইজ, আবু বকর সিদ্দিকের নামে মেসার্স আরএবি আরসি লিমিটেড, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল আলম রিন্টুর মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাসান ইমামের মেসার্স হামিম অ্যান্ড ব্রাদার্স।
কুমিল্লার ১১টি উপজেলা ও সিটি করপোরেশনের সব উন্নয়ন প্রকল্পের কাজ করতো এই ৮ ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১০ বছরে এই টেন্ডার সিন্ডিকেট প্রায় ৩ হাজার কোটি টাকার অন্তত ২১১টি প্রকল্পের কাজ পেয়েছে। এই টেন্ডার বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে সাবেক এমপি বাহারের বিরুদ্ধে। জানা গেছে, গত ৪ বছরে সড়ক ও জনপথ বিভাগে সবচেয়ে বেশি কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড। কুমিল্লায় শতাধিক ঠিকাদার থাকলেও জেলার মোট কাজের এক-চতুর্থাংশ নিয়ন্ত্রণ করে এই প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ বিভাগে বাহারের হয়ে কাজ তদারকি করেন ইমামুজ্জামান চৌধুরী শামীম, মিজানুর রহমান ইরান ও গোলাম মাওলা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সাইফুল ইসলাম রনি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জহিরুল ইসলাম রিন্টু, সাদেকুর রহমান পিয়াস, এলজিইডি অফিসে সিরাজ চেয়ারম্যান,মুন্না। স্বাস্থ্য প্রকৌশলে হাবীবুল আল আমিন সাদী, পানি উন্নয়ন বোর্ডে নাজমুল করিম সেন্টু,গণপূর্ত অধিদপ্তর বাহারের আপন ভাই কুতুবউদ্দিন হেলাল, মির্জা মোহাম্মদ কোরাইশী, আবদুল হামিদ ও আনোয়ার কন্ট্রাক্টর এবং জেলা পরিষদে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। জাতীয় ই-জিপি পোর্টাল থেকে জানা গেছে, গত ৪ বছরে এমপি বাহারে মেসার্স কনস্ট্রাকশন অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লাইয়ের নামে ১ হাজার ৬৫৭ কোটি টাকার ৮৭টি প্রকল্প অনুমোদন হয়েছে। হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড পেয়েছে ১ হাজার ৩৭৮ কোটি টাকার ৭২টি প্রকল্প। রানা বিল্ডার্স লিমিটেড পেয়েছে ৫৪০ কোটি টাকার ১২টি প্রকল্প। হক এন্টারপ্রাইজ পেয়েছে ৪১টি প্রকল্প যার বাজেট ১৬৯ কোটি টাকা। হাজার কোটি ব্যয়ে নির্মিত কুমিল্লা সার্কিট হাউস, পানি উন্নয়ন বোর্ড বিল্ডিং, পুলিশ লাইন ভবন, কুমিল্লা জেলখানা, আদালত ভবনের নির্মাণ কাজ করছে বাহারের অনুগত ঠিকাদারি প্রতিষ্ঠান।
কুমিল্লা চেম্বার অব কমার্সের এক নেতার অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করেই বাহার এসব টেন্ডার বাগিয়ে নিয়েছেন। বাহারকে চাঁদা না দিলে কুমিল্লায় কারও কাজ পাওয়ার সুযোগ ছিল না। সদরের চকবাজার থেকে সুয়াগাজি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ৪ লেন সড়ক নির্মাণের ইজিপি টেন্ডার পান ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই। পরে এনডিই’র ইঞ্জিনিয়ারদের মারধর করে কাজ ছিনিয়ে নেন বাহারের সহযোগীরা। গেল বছর ডিসেম্বরে এই ঘটনা ঘটে। জেলা ক্রীড়া সংস্থার অফিসে বসে সব টেন্ডারের ভাগ বণ্টন হয়।
আজ ধারাবাহিক পর্বের ১ম পর্ব প্রকাশিত হলো। আগামী পর্ব দেখতে চোঁখ রাখুন সকালের সময় পত্রিকায়।
এমএসএম / এমএসএম

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
