শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুরের হাইমচর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নাম এজাহারভুক্ত ও অজ্ঞাত ১০০-২০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন।
মামলার মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাইমচর সরকারি কলেজের শিক্ষার্থী আহছান হাবিব, মারিয়া আক্তার, সম্রাট হোসেন, রনি, মিরাজ, নাঈম হোসেন, খালেদা আক্তার এর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর আলগী বাজারের বিসমিল্লাহ মোডে আসলে উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের পেটুয়া বাহিনী শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থী আহছান হাবিব কে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে বাম হাতে কোপ পড়ে এতে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। কাটা জায়গায় দুটি সেলাই দিতে হয়।
মামলার অপর আসামি খুরশিদ আলম শিকদার তার হাতে থাকা রামদা দিয়ে শিক্ষার্থী সম্রাট হোসেন কে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে শিক্ষার্থী মারিয়ার মাথায় পড়ে রক্তাক্ত জখম হয়।অন্যান আসামীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এছাড়াও আসামীগন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করেন। শিক্ষার্থীরা আহত হওয়ার পরে আসামীগন তাদের কে বলেন মামলা মোকদ্দামা করিলে তাদের কে হত্যা করিয়া লাশ গুম করিবার হুমকি দেন।
মামলার বিষয়ে হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, গত ৪ আগস্ট এর ঘটনায় শিক্ষার্থী আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত অবস্থায় রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ