ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দীর্ঘদিন পরে ক্লাসে ফিরলেন জাককানইবি শিক্ষকরা; স্বস্তিতে শিক্ষার্থীরা


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৪:২৯
দীর্ঘ প্রায় আড়াই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ সোমবার ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্ব-শরীরে ক্লাস শুরু হয়েছে। সরেজমিনে প্রত্যেকটি অনুষদ ঘুরে দেখা যায়, শিক্ষক ও শিক্ষার্থীদের তেমন উপস্থিতি না থাকলেও স্বল্প পরিসরে প্রায় সকল অনুষদেই ক্লাস শুরু হয়েছে।
 
চলতি বছরের ৬ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত পবিত্র ঈদ-উল আজহা ও গ্রীষ্ম কালীন অবকাশ উপলক্ষে বন্ধ থাকে নজরুল বিশ্ববিদ্যালয়। বন্ধ শেষ হতে না হতেই শুরু হয় শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন। এরই মধ্যে সারাদেশে শুরু হয় একযোগে কোটা সংস্কার আন্দোলন। অবশেষে ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে অচলাবস্থা তৈরি হলে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং একই সাথে আবাসিক হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছিল। 
পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের ১ দফায় রূপ নেয় এবং ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। হাসিনা সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করতে থাকেন।
 
সারাদেশের ন্যায় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারারসহ কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেন। কিন্তু উপাচার্য পদত্যাগের পূর্বে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত না করেই ১২ আগস্ট আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়। এছাড়া গত ১৭ আগস্ট শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অনলাইনে ক্লাস কার্যক্রম চালুর নোটিশ দিলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের আল্টিমেটাম দেয়। এতে গতকাল ১৮ আগস্ট পুনরায় স্ব শরীরে ক্লাস কার্যক্রম শুরু করতে সকল বিভাগকে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আজ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদে স্বল্প পরিসরে ক্লাস চালু করা হয়েছে।
 
ক্লাস চালু ও পরীক্ষা শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানের সাথে কথা হলে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন না থাকলেও আমরা সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আজকে ক্লাস শুরু করতে পেরেছি। ধীরে ধীরে আমরা পরীক্ষাগুলোও শুরু করার চেষ্টা করবো। এছাড়াও শিক্ষার্থীদের সেশনজট থেকে বাঁচাতে আমরা প্রয়োজনে আগের থেকে আরও বেশি সময় দিয়ে তাদের ক্লাস ও পরীক্ষাগুলো যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করবো।
ক্লাসে ফিরতে পারায় স্বস্তিতে শিক্ষার্থীরাও। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামিল বলেন, অনেক দিন পর ক্লাসে ফিরে আসা খুবই উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক। চেনা পরিবেশ, বন্ধুদের সঙ্গে দেখা, আর ক্লাসরুমের ব্যস্ততা যেন এক নতুন জীবনের শুরু। দীর্ঘ সংগ্রাম এবং বিজয়ের পর স্বাধীন দেশে আবার নিয়মিত পড়াশোনায় ফিরতে পেরে খুব ভালো লাছে। সবকিছু যেন আবার প্রাণবন্ত হয়ে উঠেছে।
 
এদিকে দীর্ঘদিন পরে ক্লাসরুমে ফিরতে পেরে আনন্দে শিক্ষকরাও। কথা হয় নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব মাশফিকুন্নাহার শারমিনের সাথে। তিনি বলেন, দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরে খুব ভালো লাগছে। আশা করছি শিক্ষক-ছাত্রের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এত দিনের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে পারবো।
শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে অফলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে,যা খুবই ইতিবাচক।  অনেকদিন পর ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় শিক্ষার্থীরা আনন্দিত।  সবাইকে একটু সতর্ক থাকতে হবে যাতে কোন অনাকাঙ্খিত পরিবেশ তৈরি না হয়।

এমএসএম / এমএসএম

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ