টানা ৯ বছর পর বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী যে কোন সময় মুক্তি পাচ্ছে !

রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। আজ মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং আসলাম চৌধুরীর পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে, রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল।২০১৬ সালের ২৬ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বিএনপির যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের মধ্যে চট্টগ্রামে বিএনপি নেতাদের মধ্যে সব চেয়ে বেশি কারাবাস করেছে। বর্তমানেও কারাবন্ধি। আসলাম চৌধুরীর সব মামলায় জামিনে রয়েছে বলে পারিবারিক এবং দলীয় সূত্রে জানায়। যে কোন সময় কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব ২১ মামলা ঘাড়ে নিয়ে লায়ন আসলাম চৌধুরী কারাগারে যান। প্রায় ৯ বছর ধরে কারাবন্ধি। বিএনপির যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু তাহের বলেন, দীর্ঘদিন কারাবন্ধি থাকার পর সব মামলায় জামিনে আসার খবরে বিভিন্ন এলাকা দলীয় নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। জেল গেইটে সংবর্ধনা প্রদান করার পর হাজার হাজার নেতা কর্মী বিশাল বহর নিয়ে এলাকায় আসবেন বলে তিনি জানান। সবাই সকাল ১০টায় জেল গেইট এলাকায় হাজির হবে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীন বলেন, চট্টগ্রামের গণমানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী, উনি দীর্ঘদিন জেলে থাকায় নেতা কর্মীরা অভিভাবহীন হয়ে পড়ছিল। দলীয় নেতা কর্মীরা আবার অভিভাককে ফিরে পাবে দলীয় নেতা কর্মীদের মধ্যে খুশির বন্যা দেখা দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী চট্টগ্রাম কারাগার থেকে সকাল ১০টায় বের হওয়ার কথা রয়েছে। এতে জেল গেইটে সংবধনা প্রদান করা হবে। চট্টগ্রাম মহানগর, উত্তর
জেলা দক্ষিণ জেলা বিএনপির নেতারা উপস্থিত থাকবেন বলেন নিশ্চিত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আমাদের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছে। আজ কারা মুক্তি পাবেন। জেল গেইটে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
T.A.S / T.A.S

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
