ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

পটিয়া প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৫:৩৫

চট্টগ্রামের পটিয়ায় প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রদত্ত করোনাকালীন সহায়তা সরকারি প্রণোদনার টাকা প্রকৃত খামারিদের না দেয়া এবং বিভিন্ন প্রকল্পের নামে-বেনামে বিল-ভাউচার বানিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অফিসের চতুর্থ শেণির এক কর্মচারী অবৈধভাবে নিজের নামে ‍এবং স্ত্রী-ছেলের নামেও প্রণোদনার টাকা হাতিয়ে নেয়।

জানা গেছে, খামারিদের জন্য এলডিডিপি প্রজেক্টের অধীনে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ১৭টি ইউনিয়ন ও পৌরসভার গবাদিপশু ও হাঁস-মুরগি, গরু-ছাগালের খামারি এবং পোল্ট্রি ফার্মের মালিকদের করোনাকালীন প্রধানমন্ত্রী প্রদত্ত সহায়তা প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ আসে। গত জানুয়ারিতে উপজেলার ১৮০০ জন এবং দ্বিতীয় দফায় ৩৭০ জনকে এ সহায়তা করা হয়। সহায়তার পরিমাণ জনপ্রতি ২২ হাজার থেকে ১১ হাজার পর্যন্ত। সহায়তা নেয়ার তালিকায় প্রাণিসম্পদ অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী মুজিবুর রহমান, তার স্ত্রী আমেনা বেগম ও ছেলে সিএনজিচালকসহ পরিবারের ৮-১০ জন খামারি সেজে অনুদানের টাকা নেয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া অনেকে খামারি না হলেও প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আত্মীয়স্বজনকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা দেয়া হয়েছে।

উপজেলার কচুয়াই ইউনিয়নের ফখরুল ইসলাম ফারুকী নামে এক খামারির অভিযোগ, আমার নাম তালিকায় থাকলেও নাম কেটে অফিসের মুজিবুর রহমানের নাম ঢুকিয়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত আসার খবরে তার বাসার ছাদের ওপর রাতারাতি একটি মুরগির ফার্ম তৈরি করে। সম্প্রতি প্রাণী প্রদর্শনী মেলার নামেও ১ লাখ ৭০ হাজার টাকার ভুয়া বিল-ভাউচার দিয়ে ‍উত্তোলন করেছে। অফিসের কর্মচারী মুজিবুর রহমানের অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিভিন্ন সময় খামারিরা জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর কাছেও একাধিক অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযোগের বিষয়ে মুজিবুর রহমান অফিসের বসের নির্দেশে করেছেন বলে জানান।

এলডিডিপি প্রজেক্টের দায়িত্বরত ডা. প্রিয়া ঘোষ জানান, সহায়তার টাকা বিতরণে অনিয়ম-দুর্নীতির বিষয়ে আমার কোনো হাত থাকার কথা নয়। মাঠপর্যায় থেকে আমার কাছে তালিকা আসে, আমি সেটা ফাইনাল করি। এর বাইরে আমার কিছু করার নেই।

এছাড়াও ন্যাশনাল এগ্রিকালচার টেকনলোজিস্ট প্রজেক্টে (এনএটিপি) বরাদ্দকৃত প্রতি বছর ৪০ লোখ টাকা করে গত ১০ বছরে প্রায় ৪ কোটি টাকা নামে-বেনামে ভুয়া বিল-ভাউচার বানানোর অভিযোগ রয়েছে। এছাড়াও গত ১০ বছরের অধিকাংশ বিল-ভাউচার অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী মুজিবুর রহমানের হাতের লেখা।

২০০৮ সালে মুজিবুর রহমান ড্রেসার পদে পটিয়া প্রাণিসম্পদ অফিসে যোগদান করেন। মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- বিভিন্ন খামারি এবং পশু-পাখির জন্য সরকারি বরাদ্দকৃত ওষুধ টাকার বিনিময়ে বাইরে বিক্রি করা, অফিসের বিভিন্ন নামে ভুয়া বিল-ভাউচার বানিয়ে প্রতি মাসে ল‍াখ লাখ টাকা হাতিয়ে নেয়া। বাড়ি চন্দনাইশের এলহাবাদ হলেও পটিয়া কুচুয়াই ইউনিয়নে ফারুকীপাড়ায় ১৫ লাখ টাকায় জায়গা কিনে ৩৫ লাখ টাকা খরচ করে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন ভবন। এছাড়াও নামে-বেনামে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

করোনাকালীন প্রধানমন্ত্রীর প্রণোদনা সহায়তার তালিকাটি ম্যাডাম থাকা অবস্থায় করা হয়েছে। সেখানে কোনো অনিয়ম-দুর্নীতি হয়ে থাকলে ম্যাডাম বলতে পারবেন বলে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটিনারী সার্জন ডা. সুব্রত সরকার জানান।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জপু চক্রবর্ত্তী বলেন, খামারিদের প্রণোদনার টাকা বিতরণে ক্ষেত্রে অফিসের কেউ নিয়ে থাকলে এবং কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে দীর্ঘদিন ছুটিতে থাকার কারণে কেউ অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়লে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

এমএসএম / জামান

রৌমারী কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউ কলেজটির অনিয়ম তদন্ত কমিটি গঠন

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-৩

কুড়িগ্রাম জেলা শহরের সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী,যানবাহনের চালকরা

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাকেরগঞ্জে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সচিবের মতবিনিময় সভা

বার বার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: বিএনপি নেতা বাচ্চু

তারাগঞ্জে গাঁজাসহ নারী আটক

দুমকীতে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক,ক্ষোভে সাধারণ সম্পাদকসহ ৪ নেতার পদত্যাগ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাঁদা দাবীর অভিযোগ

জয়পুরহাট ০১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬, জামায়াতের ১জন

কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগড়ি ইন্সটিটিউট এর সংবাদ সম্মেলন

বোদায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আশুলিয়ায় ঋণের তলে বহুতল ভবন, লাগামহীন ব্যাংক সুদে বিপর্যস্ত মালিকেরা