ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল


অলংকার গুপ্তা, হাবিপ্রবি photo অলংকার গুপ্তা, হাবিপ্রবি
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৩:৭

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ভারতীয় আগ্রাসন রুখতে প্রয়োজনে বাংলাদেশেও বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার  (২২ আগস্ট) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা। এরপর একসাথে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পৌছালে সেখানে বক্তব্য রাখেন বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, "ভারত যে বাঁধ খুলে দিয়েছে, আন্তর্জাতিক বাঁধ নিয়মে কখনও বলা নাই যে মধ্যরাতে আকস্মিকভাবে কোন বাঁধ খুলে দেওয়া হবে। বাঁধ খুলে দেওয়ার আগে ভাটির দেশকে একটা সতর্কতা জারি করতে হয় ভারত সেটা করেনাই। এর আগে ভারতের সাথে যে চুক্তি বাস্তবায়ন হয়েছে চুক্তি বলার চেয়ে এগুলোকে অসম চুক্তি বলা ভালো। ফারাক্কা বাঁধের প্রতি বছর সাতাশ হাজার কিউসেক পানি বাংলাদেশের প্রাপ্য সেখানে তারা মাত্র দুইশত কিউসেক পানি বাংলাদেশকে দিচ্ছে। এতো অন্যায় অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের জনগনকে রুখে দাড়াতে হবে।" 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক কাজী মোহাম্মদ ইউসুফ বলেন, "মালদ্বীপের মতো দেশের সাথেও ভারত যা করতে পারছেনা বাংলাদেশের সাথে তা করছে। শুধুমাত্র পনের বছরের বিগত শাসনামলের চাটুকারিতা এবং পররাষ্ট্রনীতির দূর্বলতার কারণে আমাদের দেশের আজ এই অবস্থা। পৃথিবীতে অনেকগুলো ভাটির দেশ আছে, কোন উজানের দেশ এইভাবে ভাটির দেশের সাথে অবিচার করতে পারেনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"

এমএসএম / এমএসএম

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা