মাভাবিপ্রবিতে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথম আলো বন্ধু সভা ও সিআরসির উদ্যোগে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় "গাছ লাগান পরিবেশ বাঁচান"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
আজ রবিবার (২৫ আগস্ট) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এই বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ লক্ষ করা যায়।শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে প্রায় ৪০০টি উন্নত জাতের চারা রোপন করেছে।যারা মধ্যে ১১১ টি আমের চারা,২৫ টি লিচু গাছ,১৫ টি কাঁঠাল গাছ,৩৯ টি পেয়ারা গাছ,১১ টি মেহেগুনী গাছ,৩১ টি নিম গাছ,১৩ টি জলপাই গাছ,লেবু গাছ,কৃষ্ণচূড়া গাছ,রাধাচূড়া গাছ ইত্যাদি উল্লেখযোগ্য।
বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুরাইয়া রহমান বলেন-বর্তমানে নিজেদের প্রয়োজনের তাগিদে গাছ লাগানোর থেকে গাছ কাটার দিকে মানুষের আগ্রহ বেশি লক্ষ্য করা যায়।গাছপালা ব্যাতিত মানুষের অস্তিত্ব আজ মরুভূমির মতো।মানুষ যদি পৃথিবীর বুকে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় তাহলে বৃক্ষ রোপন ছাড়া অন্য কোন উপায় নেই।বৃক্ষ পরিবেশকে শীতল রাখে।আমি আজকে দুটি কাঁঠাল ও একটি লেবু গাছ রোপন করেছি।আমার ভালো বোধ হচ্ছে যে বৃক্ষ রোপন কর্মসূচিতে আমিও কিছু অবদান রাখতে পেরেছি।আমাদের মনে রাখতে হবে বৃক্ষ রক্ষা মানে নিজেদের জীবনকেও রক্ষা।তাই বৃক্ষ রোপন কর্মসূচিকে সফল করার জন্য সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।আসুন আমরা সকলে মিলে বৃক্ষ রোপন করি এবং বৃক্ষ রোপনের গুরুত্ব সকলের মাঝে তুলে ধরি।
সিপিএস বিভাগের শিক্ষার্থী সৌমিতা দাস বলেন -প্রতিটি শিক্ষার্থীদের কাছে ক্যাম্পাস একটি আবেগ ও ভালোবাসার জায়গা।একটি সাজানো গোছালো সবুজ সতেজ পরিবেশই সকল শিক্ষার্থীরাই কাম্য করে।আমিও চাই ক্যাম্পাসটা প্রাকৃতিক সৌন্দর্যে ছেয়ে যাক।কিন্তু আমাদের ক্যাম্পাসে অবকাঠামোগত উন্নয়নের জন্য ধীরে ধীরে গাছ কাটার জন্য এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে ক্যাম্পাসে পর্যাপ্ত ছায়াযুক্ত পরিবেশ খুঁজেই পেতাম না।রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাই শুধু রোদ ছাড়া ছায়ার কোন চিহ্নই ছিল না।তাই ক্যাম্পাসকে একটি ছায়াযুক্ত প্রাকৃতিক ও সুন্দর পরিবেশ তৈরির জন্য এবং ক্যাম্পাসের যেসব জায়গায় ছায়ার স্বল্পতা ও বনায়ন নেই বললেই চলে সেসব জায়গায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসকে একটি প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ সৃষ্টি করবো।
এফটিএনএস বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন-আজকের এই ছোট ছোট সবুজ প্রাণগুলোই একসময় নানা রকম ভয়াবহ বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করবে।কিন্তু বর্তমানে যে পরিমান গাছ কাটা হচ্ছে সে পরিমান গাছ কি আমরা রোপণ করতে পারছি?প্রত্যেক বছর বৃক্ষ নিধনের ফলে তাপমাত্রা বৃদ্ধিসহ বন্যা,খরা,নদী ভাঙন,অতিবৃষ্টি,অনাবৃষ্টি সহ নানা রকম মহামারি লেগেই আছে।প্রকৃতির রদবদল শুরু হয়ে গেছে।আমরা প্রকৃতির সাথে যে ব্যবহার করব,কাল বিলম্বে সে লক্ষণ আমাদের ওপর ফিরিয়ে দেবেই।জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় এবং বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে প্রকৃতিকে সবুজে ফিরিয়ে দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই।তাই প্রকৃতিকে সবুজে ফিরিয়ে দেওয়ার স্বপ্নকে বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি।তিনি আরও বলেন,প্রথমে নিজেকে বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে জানতে হবে,তাহলেই তো বৃক্ষরোপন বিষয়ক সচেতনতার বার্তা সকলের মাঝে পৌছে দিতে পারবো।
প্রথম আলো বন্ধু সভার সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক লিমন বলেন-বর্তমানে বিষাক্ত বৃক্ষশূণ্যতায় জলবায়ুর ওপর সৃষ্টি হয়েছে বিরূপ প্রভাব,ফলে বিশ্ব পরিবেশ আজ বিপর্যস্ত।ভবিষ্যতে বৃক্ষ নিধনের ফলে নতুন প্রজন্ম যে এক নারকীয় হুমকীর সম্মুখীন হবে তা নিয়ে গোটা বিশ্ব আজ শঙ্কিত।এই নারকীয় বিপদ মোকাবেলার একটি মাত্র পথ হল বেশি বেশি বৃক্ষ রোপন করা।আমি মনে করি,আমরা যদি বৃক্ষ রোপন বিষয়ে সকলে সচেতন হই,তাহলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন প্রজন্মকে একটি সুন্দর ও সাবলীল পরিবেশ উপহার দিতে সক্ষম হবো।আসুন আমরা সবাই এই বর্ষায় একটি হলেও গাছ লাগাই,তাহলে একটি হলেও প্রাণের সঞ্চার হবে এই ধারায়।
এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন
