ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজ বাড়ীতে পরবাসী প্রাণভয়ে বিদেশে পাড়ি


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ৩:২১

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে প্রভাবশালী সাবেক যুবলীগ নেতা দেবাশীষ হরি ওরফে দিনু হরি (৪৫) নামক ব্যক্তির অব্যাহত নির্মম নির্যাতন ও অত্যাচারে অতিষ্ঠ। বৃদ্ধ মনি কান্তি হরি (৭০) প্রাণ ভয়ে পৈতৃক বসতভিটা ফেলে রেখে পরিবার পরিজন নিয়ে অন্যত্রে বসবাস করছেন করছেন বলে অভিযোগ উঠেছে। সরজমিনে ও তথ্য অনুসন্ধানে জানা গেছে,উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত: হরিপদ হরি এর পুত্র সাব রেজিস্ট্রি অফিসের ক্লার্ক (অবসরপ্রাপ্ত) মনি কান্তি হরি। বাপ দাদার রেখে যাওয়া পৈতৃক ভিটায় পরিবার-পরিজন নিয়ে বেশ সুখে শান্তিতে জীবন যাপন করে আসছিলেন। কিন্তু বিধিবাম ইং ২০০৮ সালে তার এই সুখের সংসারে কুদৃষ্টি পড়ে প্রতিবেশী  পরসম্পদ লোভী স্থানীয় ইউনিয়ন  যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক দিনু হরি'র। একপর্যায়ে শুরু করে দেন নিরহ মনিকান্তি সহ তার পরিবারের উপর বিভিন্ন ধরনের সীমাহীন নির্যাতন ও ষড়যন্ত্র। যারই ধারাবাহিকতায় জমি জায়গা জবরদখল,পান চুরির মামলায় জড়ানো,কারণে অকারণে পুলিশ দিয়ে হয়রানি,বাড়িতে না থাকার সুযোগে কাঠ ঘরে আগুন ধরিয়ে দেওয়া। যা তার এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ বা  উচ্চস্বরে কথা বললেই। মনি কান্তির পরিবারের উপর চালানো হয়ে থাকে শারীরিক নির্যাতন বলে জানা যায়। বর্তমানে দেশের বাইরে বসবাস করা ভুক্তভোগী মনি কান্তি হরি মুঠো ফোনে এই প্রতিনিধিকে জানাই,আমার উপর দীনু হরি কর্তৃক অত্যাচার নির্যাতনের কথা বলে শেষ হবে না। তারই জন্য আমি আজ ভিটে ছাড়া। ওখানে থাকতে আমি একটি রাত নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। আমি বুড়ো মানুষ লাঠি ভর দিয়ে চলাফেরা করি অথচ আমার নামে সম্পূর্ণ মিথ্যা পান চুরির  মামলা দিল। দিনু হরি যুবলীগের নেতা হওয়ায় ভয়ে কোন লোক আমার পক্ষে কথা বলতে চাইলে সাহস পেত না। এমন কি আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি প্রায় ১৫ বছর আগে আমার ভাইয়ের মেয়ের বিয়ের সময় ১ বিঘা জমি কেনার পর নিজ নামে রেকর্ডও করি। অথচ সম্পূর্ণ গায়ের জোরে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার সেই জমি জবরদখল করে নিয়েছে। একই সাথে খতিয়ান নং ৭৩৪ও দাগ নং ৩০৮৭,৩০৮৯,৩০৮০ ও ৩০৮৮ দাগে মোট ৯  বিঘা জমির মধ্যে প্রায় তিন বিঘা জমি জবরদখল করে নিয়েছে। যে ঘটনায় আমি হাইকোর্টে একটি মামলা করি যে মামলা নং ৫-১৩৬/২০০৭ বলে জানা যায়।পরে মহামান্য আদালত  আমার পক্ষে রায় প্রদান করেন।অথচ তারপরও আমার লোকবল না থাকায় তার কাছ থেকে আজও জমি উদ্ধার করতে পারিনি। তিনি ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে আরো জানান, ইং ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ একদিন রাত দশটার দিকে। ঐ দিনু হরি সহ প্রায় ১-২ শত  লোক আমার বাড়ির চারিপাশ ঘেরাও করে বলতে থাকে তোর ঘরে দুইজন সন্ত্রাসী রয়েছে। এক পর্যায়ে কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং আমার বসত ঘরের ভেতরে ঢুকে পড়ে। ওই সময় পুলিশের সাথে আরো কিছু লোকজন ঘরে ঢুকে কোন সন্ত্রাসী না পাইলেও আমার আসবাবপত্র ভাঙচুর করে। আর এই ঘটনা ওই সময় দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ করা হয়েছিল কিন্তু কোন সুবিচার আমি পাইনি। এরপর আমি  প্রাণভয়ে  নিরুপায হয়ে কয়েক দিন পর বাবা ঠাকুর দাদার পৈতৃক ভিটা ফেলে রেখে পরিবার নিয়ে এক রকম পালিয়ে ঢাকায় ছেলের বাসায় চলে আসি। বর্তমানে ছেলে বৌমা দেশে আছে আমি আমেরিকায় আছি। এদিকে পুত্র ডাঃ পীযূষ কান্তি হরি(৩৫)  জানান, বাবা ঠাকুর দাদার ভিটায় কে না থাকতে চাই বলেন। কিন্তু এখানে থাকার তো কোন উপায় দেখছি না।কারন আমাদের চির শত্রু  দিনু হরি এখনো ঠান্ডা হয়নি। সে এখনো আমাদের পিছনে উঠে পড়ে লেগে আছে। আমরা বাড়িতে না থাকার কারণে বাড়িঘর গুলো নষ্ট হতে চলেছে। তাই কিছুদিন আগে আমার পরিবার নিয়ে বাড়ি আসছি সংস্কার করার জন্য। গত কয়েকদিন আগে আমাদের পূর্বপুরুষের বাড়িতে প্রবেশের পুরুনো পথ ইট দিয়ে বন্ধ করার জন্য রাজমিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছিলাম। আমাদের সেই পথও নাকি দিনু হরির এই বলে ভেঙে দিয়েছে এবং কাজ বন্ধ করে দিয়েছে। শুধু কি তাই সে নাকি আমাদের বাড়ির উঠোনেও জমি পাবে আমরা নাকি এখানে ভাড়াটে হিসেবে থাকি। নিজের বাড়িতে থেকেও যেন মনে হচ্ছে পরোবাসে আছি, একদিন এখান থেকে সব ছেড়ে চলে যেতে হবে।তবে সব থেকে বড় সমস্যা হল দফায় দফায় মাপ জরিপের পরও দিনু গায়ের জোরে তা মানতে চায় না। তবে বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যান সাহেব কে জানিযেছি। উনি জানিয়েছেন খুব দ্রুত আমাদের জমি আমিনের মাধ্যমে মেপে বের করে দিবেন। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এর সঙ্গে কথা হলে তিনি জানান,বিষয়টি আমি শুনেছি তারা উভয় পক্ষ আমার কাছে আসছিল এবং কথা হয়েছে। আগামী মঙ্গলবার তাদের জমি জায়গা মাপজরিপ করা হবে বলে তিনি জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসকের পরিদর্শন

হানিওয়েল কারখানা বন্ধ ঘোষণা,শ্রমিকদের বিক্ষোভ

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী