মন্ত্রণালয়ে অভিযোগ
মাদারীপুরে মুক্তিযোদ্ধার ওয়ারিশ সনদ জালিয়াতি করে সরকারী চাকরী করছেন চারজন

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের, আদমপুর গ্রামের একই পরিবারের চারজন মুক্তিযোদ্ধার ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে সরকারী চাকরি করছেন বলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জনস্বার্থে লিখিত অভিযোগ করেছেন আরব আলী বিশ্বাস নামের একজন সচেতন নাগরিক ।
লিখিত অভিযোগ ও মুক্তিযোদ্ধা সনদ সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ লাল খান, পিতা-মৃত মোঃ খান্দু খান, মাতা-বনা বিবি, গ্রাম-আদমপুর উপজেলা-মাদারীপুর সদর ,জেলা-মাদারীপুর ।মুক্তিযোদ্ধা লাল খান এর মৃত্যুর পর গত ১৮-১২- ২০২২ ইংরেজি তারিখে, পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান ও সংরক্ষিত মহিলা মেম্বার তাজনেহার স্বাক্ষরিত ওয়ারিশ সনদে দেখা যায়, আমেনা বেগম তার স্ত্রী, লুৎফা বেগম কন্যা, মোঃ দেলোয়ার হোসেন পুত্র,মৃত মোহাম্মদ নজরুল ইসলাম খান পুত্র, নাজমা আক্তার কন্যা, মোঃ শহিদুল ইসলাম পুত্র, মনিরুজ্জামান পুত্র, মোছাঃ অনিতা আক্তার সালমা কন্যা, মোছা মনিকা কন্যা ও মো রকিবুল ইসলাম ইসলাম পুত্র । এই দশজনকে ওয়ারিশ হিসাবে দেখানো হয়েছে । এ বিষয়ে চেয়ারম্যান মাহফুজুর রহমান সাহেবের সাথে কথা বললে, তিনি সত্যতা নিশ্চিত করেন ।
বীর মুক্তিযোদ্ধা লাল খানের অষ্টম সন্তান মোছাঃ মনিকার সাথে বিয়ে হয় আলী ইসলাম ওরফে আসলাম, পিতা-মৃত সিদ্দিক মুন্সী, মাতা-তাছলিমা খাতুন নামের একজনের সঙ্গে । সেই আলী ইসলাম ওরফে আসলাম ১৩-০৮-২০১৮ সালে আইনজীবী অহিদুজ্জামান (বোরহান) এর মাধ্যমে সিনিয়র জজ আতিকুল ইসলাম এর আদালতে জালিয়াতি করে এফিডেভিট করে নিজের মা তাছলিমা কে বানিয়েছেন তার মৃত শশুর মুক্তিযোদ্ধা লাল খানের মেয়ে, তিনি হয়েছেন মুক্তিযোদ্ধার নাতিন । মুক্তিযোদ্ধা কোটায় বর্তমানে আয়কর অফিসের কর অঞ্চল-৫, ভৈরব কিশোরগঞ্জে কর্মরত ।
একই সনদে আলি ইসলাম ওরফে আসলাম এর আপন সহোদর আসাদুজ্জামান চাকরি করেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মাদারীপুর সদরে।বীর মুক্তিযোদ্ধা লাল খানের পুত্র মৃত নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছাঃ রহিমা আক্তার যাহার এনআইডি নাম্বার ১ ৯ ৮ ৩ ৯ ১ ৯ ৬ ২ ১ ২ ২ ৪ ২ ৯ ৫ ৪ পরিচয় গোপন করে বর্তমানে পাসপোর্ট অফিস রংপুর কর্মরত । তার জাতীয় পরিচয় পত্রে পিতার নাম- লালা খান লেখা আছে ।
মৃত নজরুল ইসলাম খানের দ্বিতীয় স্ত্রীঃ মোছাঃ জেসমিন ইসলাম স্বামী মৃত নজরুল ইসলাম, মাতাঃ মোছাঃ পেয়ারা হক,জন্মতারিখ ২১ শে মার্চ ১৯৭০, আইডি নাম্বার ৫ ৪ ১ ৫৪ ৮ ৩ ৩ ৫ ০ ৫ ৮ ৫
মোছাঃ জেসমিন ইসলাম পরিচয় গোপন করে নকল ওয়ারিশ সনদ তৈরী করে গত ১৩-৮-১৮ সালে নিজেকে মুক্তিযোদ্ধা লাল খানের মেয়ে পরিচয় দিয়ে ওয়ারিশ সনদ তৈরি করেন । বর্তমানে মুক্তিযোদ্ধা কোটায় এনবিআর এর অধীন পেনশন ক্লোজিং সেকশনে অফিস সহকারী হিসেবে কর্মরত ।
অনুসন্ধানে জানা যায়,আলী ইসলাম ওরফে আসলাম কেরানীগঞ্জের মীরের বাগে কোটি টাকার সম্পদ কিনেছেন এবং যাএাবাড়ীতে রয়েছে তার একাধিক আলীশান প্লট ও ফ্ল্যাট। বীর মুক্তিযোদ্ধা লাল খানের পুত্রবধূ জেসমিন ইসলাম শুধু ওয়ারিশ সনদ জালিয়াতি করেনি, তার এসএসসির সার্টিফিকেট প্রতিনিধির হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখা যায়, তার নাম-জেসমিন আক্তার ,পিতার নাম- মৃত লাল খান মাতার নাম-আমেনা বেগম সার্টিফিকেট এ জন্ম তারিখ ১/১/১৯৮৮ সাল দেওয়া, অথচ তার এনআইডি তে দেওয়া ২১/০৩/১৯৭০ সাল । মুক্তিযোদ্ধা লাল খানের দ্বিতীয় পুত্র,মৃত নজরুল ইসলামের ইসলামের ঠিকানায় জাতীয় পরিচয় পত্র থাকলেও, কিভাবে সে বেতন তুলতে পারে এ বিষয়টি সত্যি ভাবনার জন্ম দেয়, লালখান এর সপ্তম সন্তান মোসাম্মৎ অনিতা আক্তার সালমা এজি অফিসে কর্মরত, তার কারিশমাতেই এনআইডি কার্ড ছাড়াই সে নিয়মিত বেতন ভাতা তুলছে ।তার সাক্ষাৎকার নেওয়ার জন্য বার বার ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন ।এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি । অভিযোগের বিষয়ে জানতে আরব আলীর কাছে ফোন দিলে তিনি বলেন,ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছিল মুক্তিযোদ্ধার কোটাকে কেন্দ্র করে, ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের পর ও এদের মত এমন হাজারো ভুয়া ওয়ারিশ সনদ ধারী সরকারি চাকরি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি । মন্ত্রণালয় সচিব বরাবর অভিযোগ করার পর,ফাইলটি গায়েব হয়ে গিয়েছিল সে বিষয়গুলো আরেকদিন আলোচনা করব আপনাদের সঙ্গে ।
একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে,একই মুক্তিযোদ্ধার ওয়ারিশ সনদ জালিয়াতি করে , সব মিলিয়ে ১৩/১৪ জন সরকারি চাকরি করছেন । যারা সবাই পরস্পরের আত্মীয়-স্বজন । আর কত জনই বা চাকরি করছে একই মুক্তিযোদ্ধা সনদ দিয়ে,আসছি আগামী পর্বে বিস্তারিত নিয়ে ।
এমএসএম / এমএসএম

উন্নয়নহীন ১২ হাজার মানুষের জীবনযুদ্ধ: বড়লেখায় এক অবহেলিত পাহাড়ি জনপদের নাম 'বোবারথল'

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের সমাপনী

নওগাঁর মহাদেবপুরে ওয়াক্ফ এস্টেটের অর্থ প্রভাবশালীদের পকেটে

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ
