ফ্রিল্যান্সিংয়ের নামে জবি শিক্ষার্থীদের সাথে প্রতারণা
ফ্রিল্যান্সিং ট্রেনিং করানোর নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়েরই অপর কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। প্রতারণার শিকার কয়েকজন শিক্ষার্থী এ বিষয়ে গত রোববার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ জমা দিয়েছেন।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- তন্ময় তানভির ১৪তম ব্যাচ, মার্কেটিং ডিপার্টমেন্ট, জিসানুর রহমান ১৪তম ব্যাচ, মার্কেটিং ডিপার্টমেন্ট, সাব্বির হোসেন সকাল, নাট্যকলা ডিপার্টমেন্ট ১১তম ব্যাচ, খাদিমুল ইসলাম আসিফ, ১ তম ব্যাচ, আইইআর ডিপার্টমেন্ট প্রমুখ।
ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন ইতিহাস বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী তাহমিনা আক্তার শ্রেয়সী জানান, সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট এবং এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেডের নামে ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখানোর কথা বলে বিশ্ববিদ্যালয়ের কিছু সিনিয়র এবং জুনিয়রদের একটি সিন্ডিকেট তৈরি করে তিনিসহ শ’খানেক শিক্ষার্থীর কাছ থেকে ৬ হাজার টাকা করে কয়েক লাখ টাকা নেয়। পরবর্তীতে তারা নামকাওয়াস্তে কয়েকটি ক্লাস করিয়ে তাদের এমএলএম ব্যবসায় আসার জন্য প্ররোচিত করতে থাকে। পরবর্তীতে তারা টাকা ফেরত চাওয়ায় বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছে।
ভুক্তভোগী আরেক শিক্ষার্থী ভূগোল ও পরিবেশ বিভাগের ১৩তম ব্যাচের রুকুনুজ্জামান সবুজ বলেন, আমি নিজেও খুব ডিপ্রেশনে আছি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে। আমি যুক্ত হয়ে ৪টি ক্লাস পেয়েছি। আমি এখানে যুক্ত হয়েছিলাম এলাকার একজনের মাধ্যমে। শুরুতে ধানাইপানাই বোঝালো- এ ইনকাম ও ইনকাম। পরে এসে দেখি লোক ঢোকাতে না পারলে কোনো ইনকামই নেই।
অভিযুক্তদের একজন ১৫তম ব্যাচের আইইআর-এর খাদিমুল ইসলাম বলেন, আমি সিগনেচার মাইন্ডের সাথে কাজ করছি। এখানে আমার সাথে যারা কাজ করে তারা সবাই সার্ভিস নিয়ে সন্তুষ্ট। আমি কোনো ধরনের প্রতারণার সাথে জড়িত নই।
এ বিষয়ে সিগনেচার মাইন্ডের অ্যাডমিন কর্মকর্তা আকাশ প্রতিবেদককে বলেন, আমাদের কাছে সরাসরি কোনো অভিযোগ আসেনি। কেউ যদি আমাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট না হয়, আমাদেরকে লিখিত অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।
ফোন অফ থাকায় অভিযুক্ত অন্য শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমাদের কিছু শিক্ষার্থী ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের নামে প্রতারিত হওয়ার অভিযোগ পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা যোগাযোগ করেছি। তারা তদন্তসাপেক্ষে প্রতারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি প্রতারণার সাথে জড়িত থাকে তাহলে আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেব।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩তম ব্যাচের শিক্ষার্থী তাহমিনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার (১ জুন) বিকেল ৩টার দিকে ডিএমপির কোতোয়ালি থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেছেন।
এমএসএম / জামান
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
Link Copied