১৮ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করল জামায়াত
ছাত্র-জনতার যুগপৎ অন্দোলনের বিজয়কে টেকসই ও অর্থবহ করতে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার শুরা ও কর্ম পরিষদের সদস্য এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিভাগের সেক্রেটারি মাষ্টার জাকির হুসাইন ।
বুধবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় নড়াইলে কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরি বাজার মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলাবাড়িয়া ইউনিয়ন শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জানা গেছে, দীর্ঘ প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করে জামায়াতে ইসলামী কলাবাড়িয়া ইউনিয়ন শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলাবাড়িয়া ইউনিয়ন আমির জাবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার মজলিসে শুরা ও কর্ম পরিষদের সদস্য এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিভাগের সেক্রেটারি মাস্টার জাকির হুসাইন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিয়া উপজেলা শাখার আমির মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা শাখার নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মোঃ জাকারিয়া, ২নং ওয়ার্ড সভাপতি আল ইসলাম,৪নং ওয়ার্ড সভাপতি হাফেজ বদরুল আলম ,৫নং ওয়ার্ড সভাপতি কদর ফকির,৭নং ওয়ার্ড সভাপতি আক্তার হোসেন,৯নং ওয়ার্ড সভাপতি সিয়াব উদ্দিন জুয়েল,পারোখালি ইউনিট সভাপতি হাদিউজ্জামান আদু,বেলেডাংগা ইউনিট সভাপতি খালিদ হাসান, খামার ইউনিট সভাপতি সরদার ইসমাইল হোসেন,কান্দুরি ইউনিট সভাপতি আবু তালেব সাদ্দাম,বীর মুক্তিযোদ্ধা তালুকদার ওবায়দুর রহমান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুস্তাইন বিল্লাহ, কাজী জহিরুল ইসলাম,শাফি উদ্দীন,সোহেল শিকদার,আল আমিন মোল্যা , গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ মোস্তাক আহমদ।
এমএসএম / এমএসএম