ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

গাইবান্ধায় সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবু স্মরণ অনুষ্ঠান ‘তুমি ছিলে তাই


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৯-৮-২০২৪ দুপুর ৪:৫০

‘তুমি ছিলে তাই...’ শিরোনামে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানের সাধারণ স¤পাদক সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণ অনুষ্ঠান। 

প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোকবইয়ে শোকানুভুতি প্রকাশ, স্বাগত বক্তব্য, নীরবতা পালন, জীবনী পাঠ, পুস্তক প্রদশর্নী, দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা প্রেসক্লাব। প্রয়াত আবু জাফর সাবুর প্রবাসী কন্যা জাফরিন আকতার সুমি এবং সুরবাণী সংসদ গাইবান্ধার সহযোগিতায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ছাড়াও রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় আবু জাফর সাবুর সহধর্মিণী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় আবু জাফর সাবুর অসমান্য অবদান তুলে ধরে বক্তারা বলেন, ব্যক্তি মানুষ হিসেবেও তিনি অসংখ্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবু জাফর সাবুর কর্মময় জীবন দীর্ঘকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। 

গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মাধুকর সম্পাদক কে.এম রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবু জাফর সাবু স্মরণ অনুষ্ঠানের আহ্বায়ক সাংবাদিক রজতকান্তি বর্মন। স্মৃতিচারণ করেন, বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারউল মান্নান, জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. আব্দুল করিম, বিএনপির জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, ক্রীড়া সংগঠক ও পরিবেশ আন্দোলন নেতা  ওয়াজিউর রহমান রাফেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবির বাদল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি মো. সদরুল আমিন সোয়েব, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউন্নবী রাজু, কুদ্দুস আলম, নাট্যকর্মী মোহাম্মদ আমিন, শাহ আলম বাবলু, সাংবাদিক মো. খালেদ হোসেন, শফিউল ইসলাম, আফতাব হোসেন, সৈয়দ রোকন্জ্জুামান রোকন, নেয়ামুল ইসলাম পামেল, আরিফুল ইসলাম বাবু, রিকতু প্রসাদ, জাভেদ হোসেন, কায়সার রহমান রোমেল, হেদায়েতুল ইসলাম বাবু, শাহজাহান সিরাজ, পৌর কাউন্সিলর মাহফুজা খানম মিতা, আবু জাফর সাবুর সহধর্মিণী সুফিয়া খাতুন শেফা প্রমুখ। 

শিরিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত আবু জাফর সাবুর যুক্তরাজ্য প্রবাসী কন্যা জাফরিন আকতার সুমি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অশ্রুসজল কণ্ঠে বলেন, তার বাবা মানুষকে ভালোবাসতেন। গাইবান্ধা প্রেসক্লাব ছিল তার জীবনের অংশ। তিনি সবসময় সাংবাদিকতার সাথে যুক্ত মানুষদের সুখ-দুঃখের খবর রাখতেন। তিনি বলেন, তারপরও যদি তিনি কারও মনে আঘাত দিয়ে থাকেন সেটি আপনারা ভুলে যাবেন। 

শেষে আবু জাফর সাবুর আত্মার চির শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাচারী বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক।

এমএসএম / এমএসএম

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ

টাঙ্গাইলে একসঙ্গে মনোনয়নপত্র নিলেন দুই সহোদর সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

পাটগ্রামের দহগ্রাম--আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটক

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু

সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী