ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২৫ দুপুর ৩:৫০

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) নির্বাচনী এলাকায় নেত্রকোনা সদরের পাশাপাশি বারহাট্টার বিভিন্ন এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বারহাট্টার জনগণের মতামতে এ আসনে এগিয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মো. আনোয়ারুল হক।
ইতিমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, বাংলাদেশ জামায়াত ইসলামী দল থেকে অধ্যাপক মাওলানা মোঃ এনামূল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম, গণ অধিকার পরিষদ থেকে হাসান আল মামুন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ফাহিম রহমান খান পাঠান। দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা।
বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক জানান, আমি মনোনয়ন পাওয়ার আগে থেকেই আমার নির্বাচনী এলাকায় সক্রিয়। আমার নির্বাচনী এলাকায় আমি শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, পাশাপাশি একজন চিকিৎসক হিসেবেও মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। দলের দুঃসময়ে জেলা আহ্বায়কের দায়িত্বে থেকে আমি স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা সদরের পাশাপাশি বারহাট্টা এলাকার সকল নেতাকর্মীরা আমার পক্ষে নিয়মিত মিছিল-সমাবেশ করে যাচ্ছেন। এছাড়াও একজন চিকিৎসক হিসাবে আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা সদরের পাশাপাশি প্রতি সপ্তাহে বারহাট্টার প্রতিটি ইউনিয়নে ফ্রি-মেডিকেল ক্যাম্প করে বিনা খরচে গরীব-দুঃখী মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক বলেন, 'আমি জনগণের জন্য রাজনীতি করি। তাই জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। এছাড়াও এলাকার রাজনৈতিক পরিবেশ সুন্দর রাখার ব্যাপারেও আমি সব সময় সজাগ আছি। আশা করি ভোটাররা এসব বিষয় নিশ্চয়ই বিবেচনা করবেন এবং আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।'
বারহাট্টা উপজেলার দলীয় নেতাকর্মীরা বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হকের ক্লীন ইমেজ রয়েছে। তিনি বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে দলের আহত নেতাকর্মীদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক আমাদের উপজেলায় ঘন ঘন গনসংযোগ করছেন এবং আমাদের এলাকার গরীব-দুঃখী জনগণের বিপদে পাশে দাঁড়াচ্ছেন এবং জনগণের সেবক হিসাবে বিভিন্ন এলাকায় ফ্রি-মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরাও মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছি।
উপজেলার সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, বিগত সতেরো বছর আমাদের বারহাট্টার জনগণ অবহেলিত ছিল। আমাদের এলাকার রাস্তা-ঘাটসহ অন্যান্য ক্ষেত্রেও কোন উন্নয়ন হয় নাই। যিনিই এমপি হয়েছেন, তিনি শুধু তার দলের নেতাদের পেট ভরিয়েছেন। জনগণের সুযোগ-সুবিধার কথা কখনোই চিন্তা করেন নাই।
তারা বলেন, আমরা এখন ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছি। বারহাট্টার মানুষ এখন অনেক সচেতন, তাই এ এলাকার জনগণ এখন আর কোনো চাঁদাবাজ কোন সন্ত্রাসী নেতার নেতৃত্ব চায় না। তাই আমরা আসন্ন সংসদ নির্বাচনে যোগ্য, পরোপকারী এবং নিঃস্বার্থ ব্যক্তি হিসাবে আমাদের প্রিয় ব্যাক্তিত্ব আনোয়ারুল হক সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করব।

Aminur / Aminur

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার