ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

লোহাগড়ায় পল্লী বিদ্যুৎ গ্রাহকের বিলের জমা টাকা আত্মসাৎ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ২:৩৯

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন নড়াইলের লোহাগড়া পল্লী বিদ্যুতের লক্ষ্মীপাশা জোনাল অফিসের হিসাবরক্ষক রফিকুল ইসলামের বিরদ্ধে গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মোক্তার হোসেন ক্ষুদ্র শিল্প (এলটি-সি১) যার হিসাব নং ৯৪০-১০৬১, নিজ নামীয় মিটার অফিস কর্তৃক বিদ্যুৎ পিলারে স্থাপনপূর্বক লক্ষ্মীপাশা বাজারে বিগত ৯০ দশক থেকে ক্ষুদ্র শিল্প (লেদ) বসিয়ে জীবিকা নির্বাহ ও নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। মহামারী করোনায় সরকার ঘোষিত লকডাউনে দীর্ঘদিন কারখানাটি বন্ধ রয়েছে। গত ৭ আগস্ট বৃষ্টির মাঝে মোক্তার হোসেনের প্রতিনিধি ইনামুল মোল্যা সংবাদ পান তার দোকান (লেদ) ঘরের মিটার আগুন ধরে পুড়ে গেছে। 

বিষয়টি তিনি লক্ষ্মীপাশা জোনাল অফিসকে অবহিত করেন। বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে পোড়া মিটারটি খুলে পরীক্ষাগারে পাঠায়। বৃষ্টিতে মিটারে পানি প্রবেশ করে আগুনের সূত্রপাত ঘটেছে বলে মিটার মেকানিক্যাল কাম সুপারভাইজর বখতিয়ার রহমান প্রতিবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে গ্রাহক গত ৮ আগস্ট পুনরায় সংযোগের জন্য আবেদন করেন। আবেদন নিরীক্ষা শেষে ২০২০ সালের আগস্ট মাসের বকেয়া ১ হাজার ২৭৬ টাকা পরিশোধের জন্য গ্রাকককে মৌখিক নির্দেশ দেয়া।

গ্রাহক জানান, তিনি ওই মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। কোনো বকেয়া নেই। কিন্ত তা মানতে নারাজ বিদ্যুৎ কর্তৃপক্ষ। পরে গ্রাহক হতাশ হয়ে বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে তিনি বিদ্যুৎ অফিসে ১৫ সেপ্টেম্বর ২০২০ পরিশোধিত সীলমহরযুক্ত বিলের ওই কপি খুঁজে পান। বিলের কাগজ নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে কম্পিউটারে চেক করে দেখা যায় বিলের টাকা ক্যাশিয়ার রফিকুল ইসলাম গ্রহণ করে সরকারি কোষাগারে জমা না করে আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে অফিসে বেশ হৈচৈ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

অবশেষে এক বছর পর গত ৮ আগস্ট তিনি তড়িঘড়ি করে বিলটি কম্পিউটারে পোস্টি করেন। প্রাকৃতিক দুর্যোগে মিটারটি নষ্ট হলেও গ্রাহককে দিতে হয়েছে কড়া মাসুল। করোনাকালে গুনতে হয়েছে ৪৫৫৪ টাকা। সংযোগ বিচ্ছিন্ন ও পুনঃসংযোগ  (ডিসিআরসি) ফি ৯২০ ও সকেট ৩ হাজার ৬৫৪ টাকা।

চরমল্লিকপুর গ্রামের মৃত জাদব শীলের ছেলে কমলেশ শীল ও আমাদা গ্রামের জিতু শেখের স্ত্রী এসেছেন একই সমসা নিয়ে। বিল জমা দেয়ার পরও চলতি বিলের সাথে পূর্ববর্তী মাসের জমা দেয়া বিলের টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা অভিযোগ করে বলেন, আমরা প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে জমা দিলেও প্রায় মাসের বিলি দেখা যায় আগের মাসেরটা যোগ করে দিয়েছে। অফিসে শুনতে গেলে কেউ আমাদের কথা শোনে না। নিচতলা, দ্বিতীয় তলা আর তৃতীয় তলা করে করে হয়রানি করে। পরে টাকা জমা দিয়ে আসতে হয়। 

নাম না বলার শর্তে ওই অফিসের একজন কর্মচারী জানান, ক্যাশিয়ার রফিকুল দীর্ঘদিন ধরে এহেন অপকর্ম করে আসছেন। মাসের মধ্যে অনেক বিলে এমন সমসা নিয়ে গ্রাহক এসে তাদের সাথে বাকবিতণ্ড করেন। রফিকুল ইসলাম লক্ষ্মীপাশা জোনাল অফিসে দুই বছর ক্যাশিয়ার পদে রয়েছেন। এখানে দিনে দুই থেকে আড়াই হাজার বিলে টাকা জমা হয়। খুচরা টাকা নেই বলে গ্রাহকদের নিকট থেকে বিলপ্রতি এক থেকে নয় টাকা পর্যন্ত আদায় ও খারাপ ব্যবহার করে থাকেন। 

খোজ নিয়ে আরো জানা যায়, রফিকুল ইসলামের পূর্বের কর্মস্থল নড়াইল সদর উপজেলার তালতলা জোনালে। সেখানেও তিনি ৪-৫ বছর একই পদে ছিলেন। বিস্তর অনিয়ম করেছেন বলে ওই এলাকায় কথিত রয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত ক্যাশিয়ার রফিকুল ইসলাম টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে বলেন, আমার ভু হয়েছে, টাকা জমা করে দিয়েছি।

লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এটিএম তারিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত