ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের বিভিন্ন স্থানে চাকরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩-৯-২০২৪ বিকাল ৭:৯

গাজীপুরে চাকরি পুনর্বহালের দাবিতে বেশ কয়েকটি স্থানে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রমিকদের ইটপাটকেলে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশরাফ হোসেনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে শ্রমিকেরা গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস, ছয়দানা, হাজির পুকুর, মালেকের বাড়ি, সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়, কারখানায় চাকরি করলেও তুচ্ছ কারণে কর্তৃপক্ষ তাঁদের চাকরিচ্যুত করে। চাকরি না পেয়ে তাঁরা বেকার জীবন যাপন করছেন। তাই চাকরির দাবিতে এই বিক্ষোভ করে যাচ্ছেন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। নারী শ্রমিকদের পাশাপাশি সমঅধিকারের ভিত্তিতে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দেন শ্রমিকেরা। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকা থেকে শ্রমিকেরা সরে গেলেও বেলা ১১টার দিকে শ্রমিকেরা ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকেও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, সকাল থেকেই গাজীপুরের বেশ কয়েকটি স্থানে বিভিন্ন পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকেরা চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোব্ধ শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে, তৃতীয় দিনের মত আন্দোলন করছে টঙ্গীর ষ্টেশন রোড এলাকার বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটিডের শ্রমিকেরা। তারা সকাল ৮ টা হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ষ্টেশন রোড এলাকায় প্রায় ৭০০ শ্রমিক ৮ দফা দাবিতে উৎপাদন কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়।

শ্রমিকদের দাবীগুলো হলো, বাটা (১০৯৫) ইউনিয়ন ভুক্ত সকল শ্রমিকদের নুন্যতম মাসিক ১৫ হাজার টাকা বেসিক নির্ধারন করে সকল সুবিধা দিতে হবে, পূর্বের ন্যায় সাপ্তাহে ৪৮ ঘণ্টা ডিউটি করলে ৩ ঘন্টা ওভার টাইম এবং ডিনার ভাতা প্রদান করতে হবে, ম্যানেজমেন্ট কর্মকর্তাদের মতো শ্রমিকদেরকেও প্রতি বছর ২০% বেতন বৃদ্ধি করতে হবে, ম্যানেজমেন্টের সাথে শ্রমিকদের বেতন বৃদ্ধির হার বৈষম্য করা যাবে না, সকল শ্রমিকদের ফ্যামিলির চিকিৎসা সেবা প্রদান করিতে হবে, প্রতিবছর ঈদ বোনাস মাসিক মোট বেতনের সমপরিমাণ প্রদান করিতে হবে, শ্রমিক/কর্মচারী মৃত্যুবরণ এবং স্বেচ্ছায় অবসরে গেলে তার বিপরীতে পুনরায় রিপ্লেসমেন্ট চালু করতে হবে। দাবি আদায়ের জন্য যে সকল শ্রমিক ভাই বোন আন্দোলনের সাথে জড়িত থাকিবে তাদেরকে কারখানা কর্তৃপক্ষ হয়রানি চাকুরীচ্যুত এবং পুলিশ দিয়ে হয়রানি করা যাবে না। ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাবে হুমকি, ধামকি ও দমন নীপিড়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত করা যাবে না, গোল্ডেন হ্যান্ড সেকের (ইজঝ) নামে ২২৬ জন শ্রমিককে অন্যায়ভাবে জোর পূর্বক চাকুরিচ্যুত করার ক্ষেত্রে সরাসরি সম্পৃক্ত থাকায় মানবসম্পদ বিভাগের  ব্যবস্থাপক (ম্যানেজার) এনামুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক (অ্যাসিন্ট্যান্ট ম্যানেজার) সালাহউদ্দিনকে পদত্যাগ করতে হবে।

গাজীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক আল মামুন জানান, সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে তীব্র যানযট সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের দাবীর বিষয়ে মালিক পক্ষের সাথে শ্রমিকদের আলোচনা চলছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

T.A.S / T.A.S

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন