ঢাকা বৃহষ্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১২:২৯

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালু করাসহ আট দফা দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি। বুধবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সুপারিশ করা হয়।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের মধ্য থেকে মেধা, যোগ্যতা যাচাই স্বাপেক্ষে বিভাগীয় উচ্চপদে শত ভাগ পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত নিয়োগদানের ব্যবস্থা করা; জাতীয়করণকৃত শিক্ষকদের গেজেট ও পরিপত্র দেশের প্রচলিত বিধিবিধানের আলোকে বেসরকারি চাকরিকালের ৫০% ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, উত্তোলিত টাইম স্কেল, গেজেটে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করার ব্যবস্থা করা; বর্তমানে কর্মরত শিক্ষকদের জন্য যোগ্যতাভিত্তিক ভিন্ন ভিন্ন স্কেল প্রদান করা; একই কারিকুলাম ও পাঠ্যসূচির আওতায় ৮ম শ্রেণি পর্যন্ত সারাদেশে একীভূত শিক্ষা ব্যবস্থা চালু করা; প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার, ল্যাপটপ ও পাঠদানের উপকরণ সামগ্রী সরবরাহ করা; প্রতিটি বিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন অফিস সহকারী নিয়োগের ব্যবস্থা করা; এবং আই.এল.ও এবং ইউনেস্কো সনদ অনুযায়ী প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সকল কমিটিতে ফলপ্রসু সিদ্ধান্তের জন্য শিক্ষক প্রতিনিধি অন্তর্ভূক্ত করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন খোন্দকার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সেলিম তালুকদার, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মো. হারুন অর রশিদ, ওমর আলী তালুকদার, হামিদুল ইসলাম, জহিরুল ইসলাম সিদ্দিকি, শিহাব উদ্দিন, মতিউর রহমান জাহাঙ্গীর, সৈয়দ হাবিবুল হক, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।

T.A.S / T.A.S

হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে  ঈদ-ই-মিলাদুন্নবী অনুষ্ঠিত 

বাকৃবিতে গ্রামীণ অর্থনীতিতে জৈব বর্জ্যের মূল্যায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্কলারশিপের ভূমিকা গুরুত্বপূর্ণ

জাককানইবির নতুন ভিসি ঢাবির অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

জবির নতুন ভিসি ড. রেজাউল করিম

তরুণ কলাম লেখক ফোরাম জাককানইবি শাখার নেতৃত্বে আলমগীর-জুলফিকার

১৫৬ দিনের সেশনজটে কুবির শিক্ষার্থীরা

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন

জাককানইবির নতুন ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. আশরাফুল

জাককানইবির তিন হলে নতুন প্রভোস্ট নিয়োগ

অর্থসহ কোরআন পাঠের ওপর জাবি অধ্যাপকের 'ওমরাহ পুরস্কার' ঘোষণা