গাজীপুরের তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের তৃতীয় দিনের মতো পোশাক, সিরামিক এবং ওষুধ কারখানায় বেতন বৃদ্ধি, শ্রমিকদের সাথে উর্ধ্বতন কর্মকর্তাদের দুর্ব্যবহার, চাকুরিচ্যুত শ্রমিকদের পুনরায় নিয়োগ, শ্রমিক নিয়োগে বৈষম্য এবং পুরুষ শ্রমিকদেরকে বিনা নোটিশে অযৌক্তিক কারণ দেখিয়ে ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবীতে সকাল থেকে বিক্ষোভসহ মহাসড়ক অবরোধ করছে। বুধবার সকাল ৬টা থেকে শ্রমিকেরা জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে থাকে।
সকাল সাড়ে ৮ টার দিক থেকে ‘বাংলাদেশ বেকার সংগঠন’ নামে একটি দল গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে। আন্দোলনরত শ্রমিকেরা বিভিন্ন কারখানার গেইটে গিয়ে র ইটপাটকেল ছোড়েন। কারখানার ভিতরে কর্মরত শ্রমিকেরা তাদেরকে প্রতিহত করতে অবস্থান নিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পিছু হটেন। বিক্ষিপ্তভাবে আন্দোলনকারী শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।
শিল্প পুলিশ জানায়, সকালে যথা নিয়মে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। চাকুরিচ্যুত শ্রমিকেরা তাদের পুনরায় নিয়োগসহ বিভিন্ন দাবিতে কারখানার বাহিরে বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি ঘোষণা করে। গাজীপুর মাহনগরের চান্দনা চৌরাস্তা, সাইনবোর্ড, জিরানি বাজার, কোনাবাড়ী, বাসন, জেলার বাঘের বাজার, শ্রীপুরের নয়নপুর এলাকায় বিক্ষোভ করে।
জেলার কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ট্রান্সকম বেভারেজে কারখানার শ্রমিকেরা ২০ দফা দাবিতে আন্দোলন করেছে। শ্রমিকেরা তাদের চাকরি স্থায়ীকরণ, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন প্রদান, নারী শ্রমিকদের নাইট ডিউটি বাতিলসহ ২০ দফা দাবি জানান।
শ্রীপুরের নয়নপুর এলাকায় আর এ কে সিরামিক খারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদেরকে দাবী নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব দিলে বেলা ১১ টায় তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ইউনি হেলথ্ ফার্মাসিউটিক্যালস (ওষুধ উৎপানদকারী) কারখানায় শ্রমিকেরা বিভিন্ন দাবীতে আন্দোলন করছে। শ্রমিকেরা তাদের বেতন বৈষম্যসহ দূর করাসহ কয়েকটি দাবি জানান।
অপরদিকে, সকালে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট পোশাক কারখানার গেইটে গিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করলে তারা কারখানা গেইটে ধরে টানটানি শুরু করে। এক পর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় সেনা সদস্যরা আন্দোলনরত শ্রমিকদেরকে ধাওয়া দিলে তার ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে, গাজীপুর মহানগরের বাসন এলাকায় শ্রমিক নিয়োগে বৈষম্য রোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। চাকরিতে পুরুষ শ্রমিকদেরকে কোনো নোটিশ ছাড়াই যখন তখন কর্তৃপক্ষ চাকুরিচ্যুতি করে, নারী শ্রমিকদের নিয়োগে কোনো সমস্যা হয় না।
শ্রমিক নেতা আরমান বলেন, গতকাল আমরা বাংলাদেশ বেকার সংগঠনের এর সঙ্গে আলোচনা করেছি। তাঁরা প্রতিশ্রæতি দিয়েছিল, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বেকারত্বের বিষয়গুলো তুলে ধরবেন। এ বিষয়ে শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। আজকে তাঁদের কোনো কর্মসূচির কথা ছিল না। তারপরও সকালে ৪০০/৫০০ শ্রমিক গাজীপুর বাইপাস এলাকায় আন্দোলনে নামেন।
তিনি আরো বলেন, কয়েক দিন হলো বিভিন্ন সংগঠনের নামে আন্দোলন হচ্ছে। এ জন্য আমরা অন্দোলনরত শ্রমিকদের নিয়ে আলোচনা করেছি। প্রতি কারখানার কর্তৃপক্ষ তাদের নিজ নিজ অবস্থান থেকে সুযোগসন্ধানীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, সকাল থেকেই শ্রমিকরা আন্দোলন করছে। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনা করার আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার
রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা
বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি
জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩
মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন