ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মরণে জাককানইবি'তে 'শহীদি মার্চ'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষার্থীরা। সরকার পতনের মাসপূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে এই কর্মসূচি পালন করে। নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার (০৫ই সেপ্টেম্বর) দুপুরে ১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষ হয় নজরুল ভাস্কর্যের সামনে।
মিছিলে শিক্ষার্থীদের ‘আজকের এই দিনে সাঈদ তোমার মনে পড়ে’, ‘আমার ভাইরের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘শহিদদের রক্ত, বৃথা যেতে দিবো না’—সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পাওয়া প্রফেসর ড. ইমদাদুল হুদা সহ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এসময় প্রফেসর ড. ইমদাদুল হুদা বলেন, "আমরা স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। মুক্ত করতে গিয়ে কতগুলো তাজা প্রাণ দিতে হয়েছে। এমন ইতিহাস পৃথিবীর আর কোথাও নেই। সেই শহীদদের মহান আত্মত্যাগের স্মরণেই আজকের এই আয়োজন। তাদের রক্তের বিনিময়ে নতুন করে আমরা একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। সুতরাং তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য আছে। তাদের কাছে আমরা চিরঋণী।"
শহীদি মার্চ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ জানিয়েছেন, চব্বিশের আন্দোলনে যে সকল ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়ে সংগ্রামকে বাঁচিয়ে রেখেছিলেন, তাদের ত্যাগের মূল্য কোনোভাবেই দেওয়া সম্ভব না। শহিদরা আমাদের দেখিয়েছেন যে, সত্যের পথে চলতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। তাদের এই আদর্শ ছাত্র-জনতাকে নতুন এক উদ্যম জাগিয়েছে। আমরা সকল সংগ্রামী আত্মার মাগরিফাত কামনা করি এবং শহিদদের আদর্শকে চিরস্মরণীয় রাখতে চাই।
এছাড়া শিক্ষার্থীরা আরও জানান, তারা শিক্ষা, রাজনীতি ও সামাজিক জীবনে বিরাজমান সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়িয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
T.A.S / এমএসএম

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন
