ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মরণে জাককানইবি'তে 'শহীদি মার্চ'


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষার্থীরা। সরকার পতনের মাসপূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে এই কর্মসূচি পালন করে। নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার (০৫ই সেপ্টেম্বর) দুপুরে ১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে মিছিল শেষ হয় নজরুল ভাস্কর্যের সামনে।

মিছিলে শিক্ষার্থীদের ‘আজকের এই দিনে সাঈদ তোমার মনে পড়ে’, ‘আমার ভাইরের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘শহিদদের রক্ত, বৃথা যেতে দিবো না’—সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পাওয়া প্রফেসর ড. ইমদাদুল হুদা সহ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

এসময় প্রফেসর ড. ইমদাদুল হুদা বলেন, "আমরা স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। মুক্ত করতে গিয়ে কতগুলো তাজা প্রাণ দিতে হয়েছে। এমন ইতিহাস পৃথিবীর আর কোথাও নেই। সেই শহীদদের মহান আত্মত্যাগের স্মরণেই আজকের এই আয়োজন। তাদের রক্তের বিনিময়ে নতুন করে আমরা একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। সুতরাং তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য আছে। তাদের কাছে আমরা চিরঋণী।"

শহীদি মার্চ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ জানিয়েছেন, চব্বিশের আন্দোলনে যে সকল ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়ে সংগ্রামকে বাঁচিয়ে রেখেছিলেন, তাদের ত্যাগের মূল্য কোনোভাবেই দেওয়া সম্ভব না। শহিদরা আমাদের দেখিয়েছেন যে, সত্যের পথে চলতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। তাদের এই আদর্শ ছাত্র-জনতাকে নতুন এক উদ্যম জাগিয়েছে। আমরা সকল সংগ্রামী আত্মার মাগরিফাত কামনা করি এবং শহিদদের আদর্শকে চিরস্মরণীয় রাখতে চাই।

এছাড়া শিক্ষার্থীরা আরও জানান, তারা শিক্ষা, রাজনীতি ও সামাজিক জীবনে বিরাজমান সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়িয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

T.A.S / এমএসএম

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা