চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে অভিজ্ঞ নেতাদের চান তৃণমূল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কমিটি গত রোববার কেন্দ্র থেকে বিলুপ্ত করে দেয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছে তৃণমূল নেতা কর্মীরা। দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে সভাপতি পদে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়ার দাবি জানান তিনি সাবেক এমপি লেভেলের কোন নেতাকে। কারণ দক্ষিণ জেলায় আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মন্ত্রী রয়েছে ৮/১০ জন। সামাজিক এবং রাজনৈতিভাবে যেন বিএনপির কমিটি অন্য রাজননৈতিক দলের চেয়ে বেশি গ্রহণ যোগ্য ব্যক্তিরা কমিটিতে আসে। দক্ষিণ জেলা বিএনপির কমিটির সভাপতি সম্পাদক সাংগঠনিক এবং সামাজিকভাবে যেন তাদের চেয়ে কম গুরুত্ব না হয়। বিষয়টি তৃণমূল নেতা কর্মীরা কমিটি গঠনের সময় হাই কমান্ডের প্রতি অনুরোধ জানিয়েছে।
সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা বিএনপির কমিটি হওয়ার খবরে বিএনপির রাজনীতি অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে কয়েকজন নেতাদের নাম। সভাপতি বা আহ্বায়ক হিসেবে আলোচনায় রয়েছে তারা হলেন চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে মেধাবী এবং বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে খ্যাত ও সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল। সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এছাড়াও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইদ্রিস মিয়া, জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন।
সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদে আলোচনায় রয়েছে দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোছাইনী, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম সম্পাদক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান, আজিজুল হক চেয়ারম্যান, মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নেছার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লায়ন মো. হেলাল উদ্দিন, প্রয়াত সাবেক এমপি ও মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম লোকমান শাহসহ অনেকে আলোচনায় রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস বলেন, দলের জন্য সারাটা জীবন শেষ করে দিয়েছি, সব সময় দলের মধ্যে একটি ষড়যন্ত্রকারী গ্রুপ রয়েছে তারা মাঠে ময়দানে স্বক্রিয় না, উপরের লেভেলের সাথে যোগাযোগ রক্ষা করে চলে, আশা করি দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে সভাপতি বা আহ্বায়ক বা সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদগুলো দেয়ার ক্ষেত্রে তৃণমূল এবং গ্রহণ যোগ্যদের দায়িত্ব দিবেন। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী বলেন,তৃণমূল নেতারা চান কর্মী বান্ধব দক্ষ ব্যক্তিদের দিয়ে দক্ষিণ জেলা কমিটি হউক। যুবদলের দায়িত্বে ছিলাম দক্ষিণ জেলার প্রতিটি এলাকায় এলাকায় যুবদলকে শক্তিশালী করেছি এর ধারাবাহিকতায় যুবদল এখনো চলছে। বিগত দিনের অভিজ্ঞতা থেকে দায়িত্ব পেলে কাজ করতে পারব এবং সংগঠনকে এগিয়ে নিতে পারব। এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আনোয়ারায় যখন বিএনপির রাজনীতিতে অভিভাবকহীন হয়ে পড়েছিল তখন আমি হাল ধরেছি, এর প্রতিদিন হিসেবে আমাকে দল মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দিয়েছিল, একদিনের জন্যও মাঠ ছাড়িনি, জেল জুলুম নির্যাতনে নেতা কর্মীদের পাশে ছিলাম আগামীতেও থাকব দলের হাইকমান্ড যাকে যোগ্য মনে করে তাদের দিয়ে কমিটি করবে এটা হাইকমান্ডের সিদ্ধান্ত।
উল্লেখ্য ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র কমিটি। সেসময় জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও শেখ মোহাম্মদ মহিউদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। যা দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া অনুমোদনও দিয়েছিলেন। পরে দলীয় গ্রুপিং দমাতে ২০১১ সালের এপ্রিলে আবারও পুর্নগঠন করা হয়। তখন জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও গাজী শাজাহান জুয়েলকে করা হয় সাধারণ সম্পাদক ও শেখ মোহাম্মদ মহিউদ্দীনকে সহ-সভাপতি করা হয়। তিন বছরের জন্য গঠিত এ কমিটি আট বছর পাঁচমাস দায়িত্ব পালন করার পর ২০১৯ সালের অক্টোবরে ভেঙে দেওয়া হয়। একই বছরের ২ অক্টোবর মহানগর বিএনপি'র সিনিয়র তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে আহ্বায়ক এবং বোয়ালখালী উপজেলা বিএনপি'র তৎকালীন সভাপতি মোস্তাক আহমেদ খানকে সদস্য সচিব করে দক্ষিণ জেলা বিএনপি'র কমিটি গঠন করা হয়। এরপর ২০২৩ সালের ৭ মে কমিটির ৪নং সদস্য এনামুল হক এনামকে কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক করা হয়। গত রবিবার এস আলম কান্ডের অভিযোগ তুলে দক্ষিণ জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেয়।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
