ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সনাতন সংঘের ব্যাংক একাউন্ট ও টেন্ডারের টাকা বুঝে দেয়নি সাবেক পরিবহন প্রশাসক তাপস বালা


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৩:১০
ছোট পরিসরে জন্মাষ্টমী উদযাপন ও  বাজেট কমিয়ে ত্রাণ তহবিলে দেশের এই দুর্যোগপূর্ণ্য অবস্থায় টাকা দেওয়ার চিন্তা করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উদযাপিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। কিন্তু ত্রাণ তহবিলে টাকা না দিতে পারার ব্যর্থতা ও কেন্দ্রীয় সনাতন সংঘের ফান্ডিং এর ব্যাপারে অনুসন্ধানে জানা গেছে সনাতন সংঘের  কেন্দ্রীয় ফান্ডিং এর যৌথ একাউন্ট মার্কেটিং বিভাগের শিক্ষক ও সাবেক পরিবহন প্রশাসক  তাপস বালা ' র  কাছে ছিলো কিন্তু তিনি উচ্চতরও ডিগ্রী লাভের আশায় দেশত্যাগের পূর্বে সেই ফান্ড বিশ্ববিদ্যালয় সনাতন সংঘের কারো কাছে বুঝে দেয়নি বলে  মন্দির সূত্রে জানা গেছে। 
 
সনাতন সংঘের বর্তমান কমিটি সূত্রে আরও জানা গেছে, সনাতন সংঘের  ইচ্ছে ছিলো জন্মাষ্টমী বাজেট কমিয়ে ত্রাণ তহবিলে দিবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একাউন্ট বুঝে না পাওয়া,  বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকা ও দূর্যোগপূর্ণ অবস্থায় সনাতনী শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ায় কোন বড় ফান্ডিং হয়নি এমনকি সীমিত পরিসরে পূজা পালন। 
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ও বর্তমান সনাতনী  শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাপস বালা যখন সনাতন সংঘের দায়িত্ব ছিলো তিনি একক স্বেচ্ছাচারী মনোভাব দেখিয়ে কাউকে কখনো মন্দিরের কোন হিসাব দিতেন না। তার সময়ে আর্থিক খরচের খাতায় নামে মাত্র দুই একটা হিসাব পাওয়া গেলেও কখনো ক্লিয়ার কোন হিসাব দেননি বড় বাজেটের প্রোগ্রামে। শুধু তাই নয় তিনি ক্ষমতার অপব্যবহার করে মন্দিরে সকল টাকা নিজ হাতে খরচ করতেন বলে জানা গেছে। 
 
তিনি তার স্বেচ্ছাচারিতা বাস্তবায়নের জন্য মন্দিরে গ্রুপিংয়ের রাজনীতি তৈরি করেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তার মাই ম্যান বসানো নিয়ে বিতর্কের জন্মদেন এমনকি তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক সনাতনী শিক্ষকের বিরুদ্ধে নিউজ করানোর মতো কাজ ও করেছেন বলে জানা গেছে। সকল সনাতনী শিক্ষক একদিকে আর তিনি একাই উল্টোপথে হেঁটেছেন। 
 
এছাড়া মন্দির সংশ্লিষ্ট সূত্রে  জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মন্দির নির্মাণের শুরুতে ( টিনশেড, যেটি বর্তমানে  কেন্দ্রীয় মন্দির) প্রায় ৮০-৯০ হাজার টাকা মতো তিনি টেন্ডারের  নামে টাকা  দিয়েছেন কিন্তু কাকে দিছেন কোন ঠিকাদার প্রতিষ্ঠানকে তিনি টাকা দিছেন এই ব্যাপারে তিনি কখনো কিছুই জানাইনি । কয়েকবার তার কাছে সনাতন সংঘের সিনিয়র রা গেলেও এই বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেনি এবং এই টাকা উদ্ধার করা সম্ভব নয় বলে জানান। 
 
উল্লেখ্য যে, এর আগে পরিবহন প্রশাসক হিসেবে থাকার সুবাদে ড্রাইভিং না থাকার সত্বেও বিশ্ববিদ্যালয়ের কতিপয়  ড্রাইভারদের থেকে নিয়মবহির্ভূত ভাবে গাড়ি চালানো শিখেছেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ে গাড়ি ব্যবহার করে ড্রাইভার হিসেবে চালকের আসনে থাকা অবস্থায়  বিশ্ববিদ্যালয়ের মন্দির গেটের সামনে বাইকের সাথে এক্সিডেন্ট করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা মারাত্মক ভাবে আহত হন ঘটনাটি ধামাচাপা দিতে তিনি নতুন গাড়ি ক্রয় করে দেন এবং তিনি বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় লাল রঙের যে বাইকটি ব্যবহার করতেন সেটি দুর্ঘটনায় ভেঙেচুরে যাওয়ার পর মেরামত করে নিজে ব্যবহার করতেন। অভিযোগ আছে, নতুন বাইক ক্রয় ও দুর্ঘটনায় জর্জরিত বাইক মেরামতের পুরো টাকা তিনি সিস্টেমে পরিবহন খাত থেকে নিয়েছেন যা নিয়মবহির্ভূত।

এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক