পটিয়ায় রাহাত আলী স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অর্ধ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া সদরের আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়। স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরওয়ার হায়দার ও প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট কৌশলে স্কুল ফান্ড, স্কুলের উন্নয়নের নামে ভুয়া বিল ভাউছার এবং স্কুল মার্কেটের দোকানদারদের কাছ থেকে ১৭ লক্ষ টাকা, স্কুলের নামে জায়গা ক্রয়ে নামে ৩৫ লাখ টাকার জায়গা ৬৫ লাখ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সরকার পতন হওয়ার সাথে সাথে সভাপতি সরওয়ার হায়দার আত্মগোপনে চলে যান। স্কুল কমিটির সভাপতি আত্মগোপনে চলে যাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির দায়িত্ব নিয়েছে। স্কুল পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষক মিলে টাকা নেয়ার বিষয়ে অভিযোগ করেন সবুজ লাইব্রেরীর মালিক মোহাম্মদ আলী, পপি লাইব্রেরীর মালিক মো. ওসমান, আর্দশ লাইব্রেরীর মালিক মোহাম্মদ রনি, নিউ জনপ্রয়ি লাইব্রেরীর মালিক দীপক ভট্টাচার্য্য, প্রগতী স্টোরের মালিক মিলন দেব, দোকানদার মোহাম্মদ মোমিনসহ অনেক ব্যবসায়ীদের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিয়ে আত্মসাত করেছে। বিয়ষটি ধরা পড়ার পর দোকানদারদের মধ্যে কিছু কিছু টাকা প্রতিবাদের মুখে ফেরত দিতে বাধ্য হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহামন এবং স্কুল কমিটির সভাপতিসহ কমিটির অসাধু কয়েকজন সদস্যও যোগসাজশে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত অনিয়ম দুর্নীতি নিয়ে কোন শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানি। সহকারী প্রধান শিক্ষককে জোর পূর্বক পদত্যাগ করতে বাধ্য করা পরে সাবেক এমপির মাধ্যমে সমাধান, এমন কি নারী শিক্ষকদের বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের অনিয়ম দুর্নীতির বিষয়টি তুলে ধরে গত ২২ আগস্ট স্কুলের এক শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্কুল কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে স্কুল পরিচালনা অভিভাবক কমিটির সদস্য হাসিনা আক্তার বলেন, আমি শুনেছি, স্কুল কমিটির কয়েকজনসহ প্রধান শিক্ষককে সামনে রেখে বিভিন্নভাবে স্কুলের টাকা আত্মসাত করার বিষয়টি, স্কুল কমিটির মিটিং হলে বিরানীসহ নামি দামি খাবারের ব্যবস্থা হত, আমি প্রশ্ন করতাম এ খরচ কে বহন করছে স্কুল না আমরা এরা বলতে এগুলোর জন্য আলাদা ফান্ড আছে। আমি এক পয়সাও ধরিনি, এখন ধরা পড়ার পর টাকা ফেরত দিচ্ছে আল্লাহ রক্ষা করেছে। অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, কমিটির লোকেরা যারা টাকা নিয়েছে এবং যারা টাকা দিয়েছে তারা বলতে পারবে, টাকা নেয়ার বিষয়ে তিনি কিছু জানে না বলে দাবি করেন। এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি আলাউদ্দীন ভুইয়া জনি বলেন, স্কুলের সমস্যাগুলো সমাধান করা হবে এবং অনিয়ম দুর্নীতির বিষয়টি প্রমানিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
