ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

তালায় সাবেক এমপি হাবিবের গণসংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ১:৪৮

সাতক্ষীরার তালায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গণসংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত হয়। গতকাল শনিবার  (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তালা উপজেলা বিএনপি আয়োজিত পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাবেক এমপি হাবিব বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার আমাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে আটকে রেখেছিল। কিন্তু আপনাদের ভালোবাসায় শেষ পর্যন্ত আমাকে জেলে বন্দি করে রাখতে পারেনি। বহু গায়েবি মামলা ও হামলা-নির্যাতনের পরও আমরা ঠিকই বাংলাদেশে রয়ে গেছি। অথচ স্বৈরাচার  ও ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সে আর কোনোদিন দেশে আসতে পারবে না। বাংলাদেশ এখন হাসিনামুক্ত।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলেও ওই সরকার বিদেশে যাওয়ার সুযোগ দেননি। আমার সাথে জেলে বন্দি থাকা চার সহকর্মী বিনা চিকিৎসায় তিলে তিলে মারা গেছেন। ওই হত্যার বিচার এ দেশে হবেই। শেখ হাসিনা বলেছিল এ দেশের প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেবে, ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। অথচ বেকারে ভরে গেছে এ দেশ। সাধারণ মানুষ একরকম অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে সদ্য কারামুক্ত হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, তরুণ ও ছাত্র-জনতার এই বিপ্লবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই ছাত্র-জনতা ১৯৫২-১৯৭১ ও ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ আরো একবার স্বাধীন করল। উক্ত আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদসহ বীর শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে তাদের রুহের  মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ করে বলেন, আপনারা কোনোরকম চিন্তা করবেন না। আমি হাবিবুল ইসলাম হাবিব কথা দিচ্ছি- আপনারা অবশ্যই নিরাপদে এবং ভালো থাকবেন। তালা ছাত্রদলের প্রয়াত নেতা আজারুল ইসলাম হত্যা এবং বিডিআর হত্যাকাণ্ডসহ বিগত ১৫ বছরের সকল হত্যা-গুম ও খুনের বিচার এ দেশের মাটিতে হবেই ইনশা আল্লাহ। আপনারা যে আমাকে প্রচণ্ড ভালোবাসেন, আরো একবার তার প্রমাণ আজ আমি পেলাম। এজন্য আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকব।

গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল, বিএনপির কেন্দ্রীয় নেতা খুলনার কৃতী সন্তান আজিজুল বারী হেলাল, জয়ন্ত কুমার কুণ্ডু, সাতক্ষীরার সাবেক এমপি অ্যাডভোকেট কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা এনপির যুগ্ম-সম্পাদক তারিকুল হাসান, সদস্য আবুল হাসান হাদী, শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সমন্বয়ক আইনুল হাসান নান্টা, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন (রাজু), যুগ্ম-আহ্বায়ক মো. কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, ছাত্রদল সভাপতি শরিফুজ্জামান সজিব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, সরদার ইয়াসিন আলী, যুবদল নেতা আতিয়ার রহমান, শেখ মোস্তফা হোসেন মন্টু, স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা রাশিদুল হক রাজু, আব্দুর রকিব সরদার, আলী হোসেন, কলেজ ছাত্রদল নেতা মো. মিরাজ হাসান, মনিরুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

গোপালগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসকের পরিদর্শন

হানিওয়েল কারখানা বন্ধ ঘোষণা,শ্রমিকদের বিক্ষোভ

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী