ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মেডিসিনের অপব্যবহার রোধে প্রয়োজন আমার, আপনার সচেতনতা


জয় পাল অর্ঘ photo জয় পাল অর্ঘ
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১১:৫৩

সচেতনতা নাকি স্ব অচেতনতা? আসলে বর্তমান সময়ে যেই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় তা হলো বিভিন্ন সংবেদনশীল বিষয়ে মানুষের সচেতনতার অভাব। আধুনিকতার ছোঁয়ায় যত সময় যাচ্ছে, মানুষের জীবনে তত আরাম-আয়েশ চলে আসছে। ফলে মানুষ পরিশ্রমবিমুখ, স্বাস্থ্য সচেতনতা, আত্মসচেতনতা বিভিন্ন বিষয়ে পিছিয়ে পড়ছে। বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি সেটা সম্পর্কে সমাজে অন্ধকার পরিবেশের সৃষ্টি হয়েছে।‌

বিভিন্ন অসংক্রামক ব্যাধিকে নির্মূল করার জন্য মানুষ ব্যায়াম, লাইফস্টাইল মোডিফিকেশন, মেডিটেশন, খাদ্যাভ্যাস পরিবর্তন, সাউন্ড স্লিপ বাদ দিয়ে ওষুধের প্রতি নির্ভরশীল হচ্ছে। আমরা জানি প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। আর মেডিসিনের অপব্যবহারের জন্য ওষুধের দোকানি থেকে শুরু করে রোগী নিজে একসাথে কাজ করছে, যেটা সবচেয়ে ভয়ংকর। এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যার ঘরে এখন প্যারাসিটামল পাওয়া যাবে না। একটু মাথাব্যথা হলেই প্যারাসিটামল, কারো এন্ডোমিথাসিন, মানে যে যার ডাক্তার। 

গবেষণায় উঠে এসেছে, প্যারাসিটামল অন্যতম একটা টক্সিক ড্রাগ, যা আপনার লিভার এবং কিডনিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। আর এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াল প্রভাব যে খুব তাড়াতাড়ি আমাদের ওপর পড়বে না, তার কোনো নিশ্চয়তা নেই। ইতোমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন বেশিরভাগ মানুষই ফার্মেসির সেলসম্যানের কাছে গিয়ে সিফ্রোফলক্সাসিন, এজিথ্রোমাইসিনের মতো এন্টিবায়োটিক নিয়ে আসছে। তাও আবার রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া।‌ সাত বা চৌদ্দ দিনের ডোজের জায়গায় দুই-চার দিন পর থেকেই ওই মেডিসিন খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। ফলশ্রুতিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে।

আমাদের শরীরের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে শরীরকে একটু সময় দিলেই শরীর নিজ থেকেই ঠিক হয়ে যায়। কিন্তু আমরা সে সময় দিচ্ছি না। অথচ আপনি আপনার লাইফস্টাইল মোডিফিকেশন করে, নিজে সচেতন হয়ে বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে পারেন। মানসিক প্রশান্তির চর্চা ও সুস্থ জীবনযাপন বিভিন্ন রোগ নির্মূল করতে সক্ষম। তাই নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে আপনাকে আমাকে অবশ্যই সচেতন হতে হবে। আর অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ নিতে বিরত থাকতে হবে।

নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন, টেনশনমুক্ত জীবনযাপন করুন। সবচেয়ে বড় কথা, সুস্থ জীবনযাপনের জন্য স্থায়ী সমাধান যদি কিছু থেকে থাকে, তবে তার চাবিকাঠি একমাত্র আপনার হাতেই। ডাক্তার আর ওষুধ আপনার সহযোগী মাত্র। তাই মেডিসিন ব্যবহারে নিজে সচেতন হোন, এবং সবাইকে সচেতন করুন। সকল পাঠককে অসংখ্য ধন্যবাদ।    

লেখক : জয় পাল অর্ঘ, শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি)

এমএসএম / জামান

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি

টেকসই উন্নয়নে প্রাথমিক শিক্ষা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও বাস্তবতা

গাজায় যুদ্ধের নৃশংসতা ও আন্তর্জাতিক বিচার আদালত

বন্ধ হোক অপসাংবাদিকতা

বিভাজনের রাজনীতি দেশের জন্য হুমকি হতে পারে

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের সৌদি আরব

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বাংলাদেশ ভাবনা

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজন পর্যটন গন্তব্যগুলোর সামগ্রিক উন্নয়ন এবং শক্তিশালী ব্র্যান্ডিং

গণতান্ত্রিক অধিকার ও নতুন নেতৃত্বের অন্বেষণ

দুঃখই সবচেয়ে আপন

জাতিগত নিধন বন্ধে জাতিসংঘের ব্যর্থতা

গণতান্ত্রিক হতে হলে মৌলিক অধিকার সমুন্নত রাখতে হয়