কুমিল্লায় বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদসংলগ্ন স্কুল মাঠে বন্যাকবলিত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী তুলে দিয়েছেন।
এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম একটি হলো ‘সমাজ সংস্কার ও সমাজসেবা’। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জনগণের যে কোনো দুর্ভোগ বা দুর্যোগকালীন মানুষের পাশে দাঁড়ায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শাখার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন।
উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা উত্তর শাখার আমির অধ্যাপক আবদুল মতিন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য ড. মোবারক হোসেন, বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম, কুমিল্লা জেলা ছাত্রশিবির সভাপতি মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক অহিদুর রহমান, বুড়িচং উপজেলা জামায়াতের আমির মু. সাইফুল আলম, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মু. রেজাউল করিম, অধ্যক্ষ আবু তাহের, ছাত্রশিবির সভাপতি মুহিবুল্লাহ সুমন প্রমুখ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি ঘটনা। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকার রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ বলপ্রয়োগ করে গণহত্যা চালিয়েছে। এই গণহত্যায় প্রত্যোক শহীদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদানসহ আহতদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িয়েছে। এই গণহত্যাসহ আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলের সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্রডে বিচার বাংলাদেশের জমিনে করতে হবে।
অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এই বন্যা ভারতের সৃষ্ট। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের ওপর খবরদারি করার চেষ্টা করে আসছে। গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের গোলাম হিসেবে পরিণত করেছে। অবিলম্বে ভারতের সাথে করা আওয়ামী লীগের সকল গোপন চুক্তি বাতিল করতে হবে। প্রয়োজনে চীনের সহযোগিতায় পানিবণ্টনে ভারতের বাঁধের বিপরীতে পাল্টা বাঁধ নির্মাণ করতে হবে। এখন থেকে বাংলাদেশের স্বার্থহানিকর ভারতের প্রতিটি কর্মকাণ্ডের পাল্টা জবাব দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় দাবি করে তিনি বলেন, সেই সম্পর্ক হতে হবে পরস্পরের স্বার্থে। কোনোভাবেই একপক্ষের স্বার্থে নয়।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের মাঝে খাদ্যসামগ্রীসহ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
T.A.S / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
