ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে টেক্সটাইল শিক্ষার্থীদের বিক্ষোভ


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১১:৩৯

নরসিংদীতে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁত বোর্ডের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করা হয়। অবরোধকারীরা বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- স্থায়ী স্বতন্ত্র ক্যাম্পাস, সরাসরি বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বিএসসি কার্যক্রম হস্তান্তর ও সেমিস্টার ফি মওকুফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে তিন দফা দাবি নিয়ে ইনস্টিটিউটটির কয়েকশ শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। এ সময় মহাসড়কের দুপাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন যানবাহনের শত শত যাত্রী।

শিক্ষার্থীরা জানান, ১৯৮০ সালে হস্তচালিত তাঁতশিল্প ও সরঞ্জামাদি উন্নয়ন কেন্দ্র নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০০৯ সালে বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট নামকরণ হয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি কোর্স চালু হয়। ২০১০ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিকুলাম অনুযায়ী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। পরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-১৯ সেশনে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়।

তারা আরো জানান, ২০১৯ সালে ক্লাস ও শিক্ষার অনুপযুক্ত পরিবেশ দেখে শিক্ষার্থীরা আন্দোলন করেও কোনো সুরাহা পাননি। উল্টো লাঞ্ছনার শিকার হন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৯ আগস্ট থেকে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল প্রতিষ্ঠানটিতে। শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রশাসনসহ বিএসসি পরিচালনা পরিষদের সঙ্গে তিন দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাইলেও কর্তৃপক্ষ সাড়া দেয়নি। শেষে বিএসসি পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের বাদ দিয়ে আলোচনার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। পাঁচ বছর ধরে সমস্যা সমাধানে কোনো সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তাঁত বোর্ড শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও